ছবি: প্রতীকী।
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি তাপমাত্রা ছিল। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার শহরের সর্বনিম্ন পারদ ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রেও তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। রবিবার কলকাতার তাপমাত্রার পারদ ২৯ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, শনিবার কলকাতার তাপপ্রবাহ হয়নি। রবিবার হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, রভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। তবে রবিবারও তাপপ্রবাহ হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায়।
আরও পড়ুন:
প্রচণ্ড তাপপ্রবাহে সোমবার থেকে রাজ্যে সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছুটি, নির্দেশ মুখ্যমন্ত্রীর
দশভুজা: ‘ওগো তুমি যে আমার…’— আজও তাঁর জায়গা কেউ নিতে পারেনি/২
এদিকে সোমবার থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। হাওয়া দফতর জানিয়েছে, একটি নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খণ্ড থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই বাংলায় কিছুটা জলীয় বাষ্প প্রবেশ করছে। আবহাওয়াবিদদের মনে করছেন, এই জলীয় বাষ্পের জন্যে তাপমাত্রা কিছুটা কম রয়েছে।
আরও পড়ুন:
ভবিষ্যবাণী: আনন্দে-সুখে ভরিয়ে তুলতে চান নিজেকে? রইল কয়েকটি সহজ উপায়
পঞ্চমে মেলোডি, পর্ব-৭: পঞ্চমের কথা মতো ড্রাম ছেড়ে অমরুতের পিঠের উপর স্যাম্পল রিদম বাজাতে শুরু করলেন ফ্রাঙ্কো!
রবিবারই হাওয়া দফতর এও জানিয়েছে, রবিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপপ্রবাহ হবে না। যদিও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি থাকবে। শহরের তাপমাত্রাও খুব একটা পার্থক্য হবে না। কলকাতার পারদ রবিবারও ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। তাই অস্বস্তি খুব একটা কমবে না