শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

পশ্চিমবঙ্গে জাঁকিয়ে শীত পড়তে এখনও সপ্তাহ দুয়েক বাকি! বাংলায় ডিসেম্বরের মাঝামাঝির আগে কড়া তেমন ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও কলকাতায় এখন কিছুটা ঠান্ডার আমেজ রয়েছে। শনিবার সকালে শহরের আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন।
হাওয়া দফতরের রিপোর্ট বলছে, আজ মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি থাকবে। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আর শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। বেলার দিকে গরম অনুভব হলেও সন্ধ্যার পর থেকে ফের তাপমাত্রা কমতে শুরু করবে।
আরও পড়ুন:

পুর-সংশোধনী আইনে এবার থেকে বাড়ি-ফ্ল্যাট কিনলে রেজিস্ট্রেশনের সঙ্গে হয়ে যাবে মিউটেশনও

রেল ব্রিজ রক্ষণাবেক্ষণের জন্য শিয়ালদহ মেন শাখায় বাতিল একাধিক ট্রেন, কোন কোন ট্রেন বাতিল?

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আপাতত কলকাতার তাপমাত্রা দিন কয়েক একই রকম থাকবে। বিরাট কোনও পার্থক্য হবে না। উল্লখ্য, এ বছরই নভেম্বরে কলকাতায় পারদপতন হয়েছিল রেকর্ড হারে। বাংলার বাকি জেলাগুলিতেও মানুষ শীতের শিরশিরানি উপভোগ করছেন। অনেক জেলা ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকছে। ধীরে ধীরে ভালোই পারদপতন হচ্ছে পশ্চিমের জেলাগুলিতে।
আরও পড়ুন:

শীতের হাঁচি-কাশি সারাতে ভরসা থাকুক আয়ুর্বেদে, কখন কী খাবেন?

অমিতাভের অনুমতি ছাড়া তাঁর নাম, ছবি, কণ্ঠস্বর কিছুই আর ব্যবহার করা যাবে না, নির্দেশ আদালতের

এদিক, শীত শীত ভাবের মধ্যে আবার তৈরি হয়েছে ঘূর্ণাবর্তের ভ্রূকুটিও। ঘূর্ণাবর্তটি এখন উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে অবস্থান করছে। ঘূর্ণাবর্তের উপর নজর রাখছে হাওয়া অফিস। এর জেরে বাংলার আবহাওয়ার কোনও পরিবর্তন হবে কি না, খতিয়ে দেখছেন আবহবিদদের।

Skip to content