যে কোনও দিনই নিউ গড়িয়া থেকে রুবি মোড় পর্যন্ত ছুটতে পারে মেট্রো। মেট্রো লাইনের সব ধরনের কাজ প্রায় শেষই। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। রবিবার এ নিয়ে কলকাতা মেট্রো একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, এই রুটে কালিকাপুর সংলগ্ন কবি সুকান্ত স্টেশনের কাজ শেষের পথে। কবিকে শ্রদ্ধার্ঘ্য জানাতেই এই স্টেশনের নাম রাখা হয়েছে কবি সুকান্ত।
কলকাতা মেট্রো আশা করছে, মেট্রো পরিষেবা শুরু হলে মানুষ যানজট ছাড়াই দ্রুত মধ্য এবং উত্তর কলকাতায় পৌঁছতে পারবেন। এই রুটের দৈর্ঘ্য সাড়ে ৫ কিলোমিটার। মেট্রোপথে মোট ৫টি স্টেশন রয়েছে। কবি সুভাষের দিক থেকে শুরু করলে চতুর্থ স্টেশনের নামকারণ করা হয়েছে কবি সুকান্ত। স্টেশনে প্রবেশের মুখেই সুকান্তর ছবি এবং কবিতার লাইন সহযোগে বড় পোস্টার লাগানো হয়েছে।
আরও পড়ুন:
বাবার দ্বারা যৌন হেনস্থা, মুখ খুললেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী খুশবু
অমিতাভের সঙ্গে কাজ করতে রাজি হওয়ায় অনেকেই জয়াকে ‘উন্মাদ’ বলেছিলেন!
এই স্টেশনটিতে মোট ৮টি চলমান সিঁড়ি, ৪টি লিফট, ১২টি সিঁড়ি থাকছে। যাত্রীদের নিরাপত্তায় সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হচ্ছে পুরো স্টেশন। স্টেশনের সৌন্দর্যের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। স্টেশনের চারপাশ কবির ছবি এবং কবিতার লাইন দিয়ে সাজানো হচ্ছে।
আরও পড়ুন:
পঞ্চমে মেলোডি, পর্ব-২: ‘আও টুইস্ট করে’ গানের জন্য পঞ্চমের সঙ্গে শচীনকর্তার বাক্যালাপও বন্ধ ছিল বেশ কিছুদিন
স্যানিটারি ন্যাপকিন দিনে কত বার বদলানো উচিত? ঋতুস্রাবের সময়ে আর কোন কোন দিকে খেয়াল রাখবেন
কবি সুভাষ-কলকাতা বিমানবন্দর মেট্রোপথে (অরেঞ্জ লাইন) রুবি মোড় (হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন) পর্যন্ত প্রাথমিক পর্যায়ের কাজ শেষ হয়েছে। পরীক্ষামূলক ভাবেও মেট্রোও চালানো হয়েছে। এই অংশে চলতি মাসের যে কোনও দিন যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা চালু হতে পারে। এ প্রসঙ্গে মেট্রো রেলের মুখ্য জনসং যোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, এই রুটে কবি সুভাষ মুখোপাধ্যায়ের পর আর কিশোর কবি সুকান্তর নামে মেট্রো স্টেশন তৈরি করতে পেরে মেট্রো কর্তৃপক্ষ গর্বিত।