শুক্রবার ৫ জুলাই, ২০২৪


গত বৃহস্পতিবার ২০ অক্টোবর বিবেকানন্দ রোডে স্বামী বিবেকানন্দের বাড়িতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে সন্ধে সাড়ে ছ’টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত প্রায় একঘণ্টা ‘কথামৃতের গান’ পরিবেশন করেন অভিনেতা ও অধ্যাপক ড. শঙ্কর ঘোষ। কথামৃত থেকে ঠাকুর যে সব গান নিয়মিত গাইতেন, সেগুলো থেকে কিছু নির্বাচন গান পরিবেশন করেন শঙ্কর।
আরও পড়ুন:

ক্রমশ কি বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিতরাং’! কবে, কোথায়, কেমন প্রভাব?

ইংলিশ টিংলিশ: Preposition-এর মূল নিয়মগুলো জানো কি?

শিল্পী কালীপুজোকে স্মরণে রেখেই গানগুলি বেছে নিয়েছিলেন। তাঁর পরিবেশন করা কয়েকটি গানের মধ্যে উল্লেখযোগ্য হল: “সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী”, “শ্যামা মা কি আমার কালো রে”, “মাগো আনন্দময়ী নিরানন্দ করো না”, “মা ত্বং হি তারা” প্রভৃতি। গ্রন্থনা ও সম্পাদনায় ড. শঙ্কর ঘোষ। শিল্পীকে তবলায় ও শ্রীখোলে সহযোগিতা করছেন বিশ্বজিৎ গোস্বামী। পার্কারসনে সুকমল দাস। পরিপূর্ণ অডিটরিয়ামে সবার মন জয় কেন নেন শিল্পী।

Skip to content