সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

ডিসেম্বর থেকেই জোকা থেকে তারাতলা মেট্রো পরিষেবা শুরু হতে চলছে। পরিকল্পনা ঠিক মতো এগলে তৃতীয় সপ্তাহের শুরুর দিকে মেট্রো পরিষেবা চালু হয়ে যেতে পারে। অর্থাৎ বড়দিনের আগেই যাত্রীরা জোকা থেকে তারাতলা রুটে যাতায়াত করার সুবিধা পেতে পারেন।
পরিষেবা শুরুর আগে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ শুক্রবার ভাড়ার তালিকা প্রকাশ করেছে। মোট সাড়ে ছয় কিলোমিটারের রুট। এখন মোট ছ’টি স্টেশনে মেট্রো পরিষেবা শুরু হবে। জোকা থেকে তারাতলা মাঝে মোট চারটি স্টেশন রয়েছে। স্টেশনগুলি হল— ঠাকুরপুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা এবং বেহালা বাজার স্টেশন।
এই শাখায় ন্যূনতম টিকিটের দাম রাখা হয়েছে ৫ টাকা।
জোকা থেকে প্রথম স্টেশন ঠাকুরপুরের ভাড়া পড়বে ৫ টাকা।
বেহালা চৌরাস্তা পর্যন্ত ভাড়া লাগবে ১০ টাকা।
তারাতলা পর্যন্ত ভাড়া লাগবে ২০ টাকা।
এই রুটে সর্বাধিক ভাড়া ২০ টাকা।
এই রুটে স্মার্ট কার্ডের সুবিধাও পাওয়া যাবে। ২৫০ টাকা দিয়ে কার্ড করালে টানা তিনদিনে যতবার খুশি ব্যবহার করা যাবে। ৫৫০ টাকার কার্ড কিনলে টানা পাঁচদিন যতবার খুশি যাতায়াত করা হাবে। ২৫০ টাকা এবং ৫৫০ টাকার কার্ডের জন্য ৮০ টাকা করে সিকিউরিটি হিসেবে জমা রাখা হবে। যদিও ঠিক কোন সময় থেকে কোন সময় পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে তা কর্তৃপক্ষ এখনও জানায়নি।
আরও পড়ুন:

হাওড়ায় দেশের প্রথম থ্রি-ডি তারামণ্ডলের দ্বার খুলল, প্রেক্ষাগৃহে কবে ও কখন শো? টিকিটের দাম কত?

মনের আয়না: হস্তমৈথুন স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া, অযথা উদ্বিগ্ন হবেন না—মত মনোরোগ বিশেষজ্ঞের

উল্লেখ্য, সম্প্রতি রেলওয়ে সেফটি কমিশন জোকা-তারাতলা মেট্রো পরিষেবা চালুর সবুজ সঙ্কেত দিয়েছে। তখনই জানা গিয়েছিল, আগামী মাস তিনেকের মধ্যে এই মেট্রো পরিষেবা শুরু হতে পারে।
গত ১০ নভেম্বর চূড়ান্ত পর্বের মেট্রো পরিষেবার যাবতীয় পরিকাঠামো পরীক্ষা করে দেখা হয়। রেলওয়ে সেফটি কমিশনার আব্দুল লতিফ খান সব দিকে খতিয়ে দেখেন। প্ল্যাটফর্ম, কন্ট্রোল প্যানেল, মেট্রো স্টেশন, রেলপথ-সহ যাবতীয় পরিষেবা খতিয়ে দেখেন কমিশনার। এর পরই জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবা চলাচলের ছাড়পত্র দেওয়া হয়।
আরও পড়ুন:

বাইরে দূরে: অযোধ্যা— প্রাচীন ভারতীয় ধর্ম-সংস্কৃতি সমন্বয়ের প্রাণকেন্দ্র/১

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪১: ঠাকুরবাড়িতে এসে সাহেব খেতেন ভাজা চিঁড়ের সঙ্গে কড়াইশুঁটি

গত ১৫ সেপ্টেম্বর প্রথম বার পরীক্ষা নিরীক্ষা হয়েছিল। সেবার জোকা-তারাতলার মধ্যে সাড়ে ছ’কিমি দীর্ঘ মেট্রো পথে মহড়া হয়। প্রথম পর্যায়ে মেট্রো কর্তৃপক্ষ জোকা-তারাতলা রুটে মোট ছ’টি স্টেশন— জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলাকে নিয়ে পরিষেবা শুরু করতে চায়।
জানা গিয়েছে, আপাতত জোকা-তারাতলা রুটে একটি করেই ট্রেন চলবে। ট্রেন প্রান্তিক স্টেশন থেকে ছেড়ে অন্য প্রান্তে পৌঁছে সেটিই আবার ফিরে আসবে। এর জন্য আপ এবং ডাউন লাইন ইতিমধ্যেই প্রস্তুক করে রাখা হয়েছে।

Skip to content