শনিবার ৫ অক্টোবর, ২০২৪

স্যমন্তক দাস।

যাদবপুব বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য স্যমন্তক দাসের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুর নাগাদ তাঁকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, সহ-উপাচার্য বুধবার অফিসে ছিলেন না। আচমকা খবর আসে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এর কিছু ক্ষণ পরেই স্যমন্তকবাবুর মৃত্যুর খবর এসে পৌঁছয় বিশ্ববিদ্যালয়ে। স্যমন্তকবাবুর যাদবপুর বিশ্ববিদ্যালয়েই পড়াশোনা করেছেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগে তিনি দীর্ঘ দিন পড়িয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ২০০৫ সালে তুলনামূলক সাহিত্য বিভাগে যোগ দেন তিনি। বিভাগীয় প্রধান হিসেবে ছিলেন ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত।
স্যমন্তক দাস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ‘রবীন্দ্রাচর্চা কেন্দ্র’ ও ‘স্কুল অব কালচারাল টেক্সট অ্যান্ড রেকর্ডস’-এর প্রধানও ছিলেন। তবে গত কয়েক বছর ধরে স্যমন্তকবাবু বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ছিলেন।
স্যমন্তকবাবুর বাড়ি রিজেন্ট পার্ক এলাকার রানিকুঠিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্যমন্তকবাবুকে বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Skip to content