শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

মঙ্গলবার থেকে তাপমাত্রার পারদ সামান্য নিম্নমুখী হয়েছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বুধবার রাজ্যের কয়েকটি জেলায় বর্ষণের পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের কথায়, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। এর জেরে জলীয় বাষ্প তৈরি হয়েছে। তাই দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের উপকূল এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকাও। আবহাওয়া দফতরের পূর্বাভাস উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট থাকবে। বাংলার বাকি জেলাগুলিতে বৃষ্টি না হলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মহানগরে বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে কলকাতার আকাশ কুয়াশার চাদরে ঢাকা থাকবে। তবে বেলার দিকে তা কেটেও যাবে।
বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিকের থাকে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন:

শীতের সাজে একঘেয়েমি? শীতকালীন উৎসবে মধ্যমণি উঠুন রকমারি জ্যাকেটেই

স্বামীজির জন্মবার্ষিকী পালন করল রহড়া রামকৃষ্ণ মিশন বালকাশ্রম

বুধবার কলকাতার সর্বোচ্চ পারদ ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমি ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়ার দাপট কিছুটা কমে গিয়েছিল। তার প্রাভাবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়েছিল। যদি সংক্রান্তির পর পারদ ফের ধীরে ধীরে নিম্নমুখী হয়েছে। হাওয়া অফিসের ধারণা, শীতের এই আমেজ কিছুদিন থাকবে।

Skip to content