রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

মাঘেও জমিয়ে শীতের দেখা নেই রাজ্যে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার পারদের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবার শহরের সর্বনিম্ন পারদ ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা গত ২৪ ঘণ্টায় খুব সামান্য হেরফের।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিনে রাজ্যে জমাটি শীত পড়ার কোনও পূর্বাভাস নেই। তবে আগামী দু’দিন রাতের দিকে তুলনায় একটু বেশি ঠান্ডা অনুভূত হবে। যদিও তা খুব বেশি দিন স্থায়ী হবে না।
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৩: টক খেওনা ধরবে গলা

বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-৩: বাইরে ঘর, ঘরের মধ্যে ঘর

হাওয়া দফতর সূত্রে এও জানা গিয়েছে, আগামী দু’দিন পর থেকে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে। এমনকি, কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রার পারদ চড়তে পারে ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তাপমাত্রা বাড়লেও সকালের দিকে কুয়াশা থাকবে। আবহাওয়া অফিসের আধিকারিকেরা উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকার পূর্বাভাসও দিয়েছেন।
আরও পড়ুন:

সারাক্ষণ চোখ আটকে মোবাইল ফোনে? কেন সে অভ্যাস বদলানো জরুরি?

টুথ পেস্ট দিয়ে কেবল দাঁতই মাজেন? এই মাজন কিন্তু সংসারের আরও অনেক কাজ লাগতে পারে

বৃহস্পতিবার ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ। বুধবার মহানগরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিক চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। আকাশ পরিষ্কার থাকবে। আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই।

Skip to content