শনিবার ৫ এপ্রিল, ২০২৫


ছবি প্রতীকী

টালিগঞ্জ ট্রাম ডিপোয় এক নতুন বইপাড়া গড়ে তুলতে পরিকল্পনা করেছে রাজ্য পরিবহণ দপ্তর এবং পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। এতে একদিকে যেমন বাতিল ট্রাম কাজে লাগানো যাবে, অন্যদিকে পুস্তকপ্রেমীরাও ভিন্ন স্বাদের বই পড়ার সুবিধা পাবেন। নতুন বইপাড়া সেজে উঠবে পরিত্যক্ত ট্রামের কামরায়। একেকটি কামরায় একেকটি বুক স্টল হবে। মানে একটি ট্রামে দু’টি করে পছন্দের ‘বুক স্টোর’। প্রথম ধাপে বইয়ের দোকান সাজানোর জন্য গোটা দশেক ট্রামকে বাছাই করা হচ্ছে। উপরি পাওনা হিসেবে ট্রামের কামরাতেই পুস্তকপ্রেমীদের জন্য থাকবে ক্যাফেটেরিয়া! যাতে বই কিনতে গিয়ে সেখানে তাঁরা কিছুক্ষণ সময় কাটাতে পারেন। থাকবে সুলভ শৌচালয়ের সুবিধাও। বৃহস্পতিবার টালিগঞ্জ ট্রাম ডিপোর হাল-হাকিকত ঘুরে দেখে আসেন দপ্তরের আধিকারিকরা। আগামী মঙ্গলবার গিল্ডের প্রতিনিধিরা পরিবহণ দপ্তরের আধিকারিকদের সঙ্গে টালিগঞ্জ ট্রাম ডিপো পরিদর্শনে যাবেন। শুধু টালিগঞ্জেই নয়, যদি এই বইপাড়া জনপ্রিয় হয়, তাহলে বেহালা ট্রাম ডিপোতেও একই রকম বইয়ের দোকান গড়ে উঠবে ট্রামের মধ্যে। দপ্তরের কর্তারা জানাচ্ছেন, বিষয়টি এখন প্রাথমিক স্তরে রয়েছে। সিদ্ধান্ত হয়নি। তবে গিল্ডের সঙ্গে আলোচনা হয়েছে।

Skip to content