সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

সুখবর। হাওড়া-নিউ জলপাইগুড়ির পর এবার হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। বাংলা থেকে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে পারে। বাংলা থেকে ফেব্রুয়ারি মাসের শুরু হতে পারে এই উচ্চ প্রযুক্তির সেমি হাইস্পিড এক্সপ্রেসের পথচলা। যদিও, হাওড়া-পুরী রুটে বন্দে ভারত এক্সপ্রেস কবে চলতে শুরু করবে, ভাড়াই বা কত, সে সব এখনও নিশ্চিত করেনি রেল।
জানুয়ারির গোড়া থেকে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা শুরু হয়েছে। এখন যাত্রীরা মাত্র ৮ ঘণ্টাতেই মধ্যে হাওড়া থেকে নিউ জলপাইগুড়িতে পৌঁছে যাচ্ছেন। সাধারণ দিনে বোলপুর (শান্তিনিকেতন), মালদহ টাউন এবং বারসোই স্টেশনে দাঁড়ায় এই সেমি হাইস্পিড ট্রেন। বন্দে ভারত এক্সপ্রেস যাত্রী স্বাচ্ছন্দ্যে অত্যাধুনিক যেকোনও ট্রেনকেই টক্কর দিতে পারে। যাত্রী স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার বিবিধ সুবিধা রয়েছে। বিশেষ এই ট্রেনটিতে থাকবে উচ্চপ্রযুক্তির ১০৬টি সিসি ক্যামেরা।

যাত্রীরা চাইলে এলিয়ে বসতে পারবেন। প্রত্যেক আসনের নীচে নিজস্ব মোবাইল চার্জিং পয়েন্ট রয়েছে। বই পড়ার জন্য আলোর বন্দোবস্তও আছে। প্রতি কোচে ৩২ ইঞ্চির বড় ডিসপ্লে সিস্টেম সেট করা আছে। এমনকি, জরুরি প্রয়োজনে বা বিপত্তি দেখা দিলে ‘টক ব্যাক’ ব্যবস্থায় চালকের সঙ্গে কথা বলা যাবে। এই ট্রেনের শৌচাগার বিমানের মতো, অর্থাৎ ভ্যাকুয়াম শৌচাগার থাকছে। বিশেষ ভাবে সক্ষমদের কথা ভেবে হুইলচেয়ার ঢোকার মতো বড় শৌচালয়ের ব্যবস্থাও রয়েছে। ট্রেনের বন্দে ভারত এক্সপ্রেসের সামনে লাল ও সবুজ আলো জ্বলবে। পতাকার বদলে ওই আলোর সঙ্কেতেই ট্রেন ছুটবে।
আরও পড়ুন:

বন্দে ভারতে হাওড়া-নিউ জলপাইগুড়ির ভাড়া কত? কোথায় থামবে, কী কী সুবিধা রয়েছে? খাওয়ার খরচই বা কত?

মাঘেই শীত উধাও, শুক্রবার কলকাতায় আরও গরম বেড়েছে, কী বলছে হাওয়া দফতর

আধুনিক প্রযুক্তির সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস চলে সপ্তাহে ৬ দিন। ভোর ৫টা বেজে ৫৫ মিনিটে হাওড়া থেকে বন্দে ভারত ট্রেনটি ছাড়ে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি পৌঁছয় দুপুর ১টা ২৫ মিনিটে। ট্রেনটি ফের নিউ জলপাইগুড়ি থেকে দুপুর ৩টে বেজে ৫ মিনিটে ছাড়ে হাওড়ার উদ্দেশ্যে, পৌঁছয় রাত ১০টা ৩৫ মিনিটে।

বঙ্গের বন্দে ভারতে বাঙালি রুচির কথা মাথায় রেখে আমিষও ঠাঁই পাচ্ছে। পরিকল্পনায় রয়েছে হচ্ছে নববর্ষ ও দুর্গাপুজোর বিশেষ মেনুরও। বিশেষ শ্রেণির টিকিট বুক করলে থাকতে পারে ডাবের জলের আপ্যায়ন। চা-কফিও থাকবে। পাওয়া যাবে বাসমতি চালের ভাত, তরকারি, মাছের ঝোল, ডাল, চিকেন, ফিশ ফ্রাই। খাবার সুবিধা অনুযায়ী গরম এবং ঠান্ডা রাখার ব্যবস্থা থাকছে।
আরও পড়ুন:

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-১: পৃথিবী খ্যাত ডালটন হাইওয়ে এই শহরকে ছুঁয়েছে আর্কটিক বৃত্ত তথা উত্তরমেরুর সঙ্গে

মাধ্যমিক ২০২৩: পাঠ্যবই খুঁটিয়ে পড়লে বাংলায় বেশি নম্বর পাওয়া কঠিন নয়

রেল সূত্রে জানা গিয়েছে, বাংলা আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে পারে। সব কিছু ঠিকঠাক ভাবে এগলে রাজ্য থেকে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসটি চলবে হাওড়া স্টেশন থেকে পুরী রুটে। যাত্রা শুরু হতে পারে আগামী মাসেই। যদিও কবে থেকে, কী কী বার, কখন ট্রেনটি চালবে, ভাড়াই বা কত সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

Skip to content