সোমবার ৮ জুলাই, ২০২৪


বোলপুর-শান্তিনিকেতনে দাঁড়াবে বন্দে ভারত এক্সপ্রেস। ছবিঃ সংগৃহীত।

শেষ মুহূর্তে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজের সংখ্যা বাড়াল। রেল মন্ত্রক এমনটাই জানিয়েছে। স্টপেজ বাড়ানো নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোকে চিঠি লিখেছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আগে প্রাথমিক ভাবে রেল জানিয়েছিল, হাওড়া এবং নিউ জলপাইগুড়ির শুধু মালদহ টাউনে দাঁড়াবে এই সেমি হাইস্পিড ট্রেন।
উল্লেখ্য, বোলপুর (শান্তিনিকেতন)-এ স্টপেজ চেয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত রেলমন্ত্রীকে চিঠি লিখেন। তাঁর দাবি, শান্তিনিকেতনে সারা বছর দেশ-বিদেশের পড়ুয়া এবং পর্যটকরা আসা-যাওয়া করেন। বিমান যোগাযোগও নেই বোলপুর-শান্তিনিকেতনে। সে কারণে বন্দে ভারত বোলপুর (শান্তিনিকেতন)-এ দাঁড়ালে বহু মানুষ উপকৃত হবেন।
আরও পড়ুন:

বাংলাদেশের জাগ্রত মন্দিরে মন্দিরে, পর্ব-৪৬: জালালাবাদ পাহাড়ে মাস্টারদার নেতৃত্বে বিপ্লবীদের সংগ্রামের ইতিহাস আজও স্বর্ণাক্ষরে লেখা মানুষের হৃদয়ে

হোয়াটসঅ্যাপের স্টেটাসে যা খুশি পোস্ট করেন? নতুন আপডেটে কিন্তু সাবধান হতে হবে!

বৃহস্পতিবার রেল ‘হাওড়া-নিউ জলপাইগুড়ি’ রুটে বন্দে ভারত এক্সপ্রেসের চূড়ান্ত পরিবর্তিত সূচি প্রকাশ করেছে। সর্ব শেষ সূচি অনুযায়ী, সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস সাধারণ দিনে বোলপুর (শান্তিনিকেতন), মালদহ টাউন এবং বারসোই স্টেশনে দাঁড়াবে। আগামীকাল শুক্রবার প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধন করলেও সাধারণ যাত্রীদের জন্য কবে থেকে বন্দে ভারত এক্সপ্রেসের চাকা ছুটবে রেলের এই চূড়ান্ত পরিবর্তিত সূচিতে জানানো হয়নি।

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪৫: রবীন্দ্রনাথ নিজের ডাক্তারি নিজেও করেছেন

ডায়েট ফটাফট: নিয়ম করে খান আমন্ড? ভালো থাকবে হার্ট, এড়ানো যাবে রিঙ্কল! এর বহুমুখী পুষ্টিগুণ সম্পর্কে জানা আছে কি?

রেল মন্ত্রকের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, বন্দে ভারত এক্সপ্রেস বুধবার ছাড়া সপ্তাহের বাকি ছ’দিন চলবে। আধুনিক প্রযুক্তির সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস সপ্তাহে ৬ দিন ভোর ৫টা বেজে ৫৫ মিনিটে হাওড়া থেকে বন্দে ভারত ট্রেনটি ছাড়বে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি পৌঁছবে দুপুর ১টা ২৫ মিনিটে। ট্রেনটি ফের নিউ জলপাইগুড়ি থেকে দুপুর ৩টে বেজে ৫ মিনিটে ছাড়বে হাওড়ার উদ্দেশ্যে, পৌঁছবে রাত ১০টা ৩৫ মিনিটে।

Skip to content