শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

তেল সংস্থাগুলি নির্দেশ অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে গ্রাহকদের আধার তথ্য যাচাই করতে। যদিও কেন্দ্রীয় সরকার ভর্তুকিযোগ্য রান্নার গ্যাসের গ্রাহকদের বায়োমেট্রিক আঙুলের ছাপ, চোখের মণি, মুখাবয়বের ছবি তথ্য সংগ্রহের নির্দেশ দিলেও তাতে সময়সীমা উল্লেখ ছিল না। তবে গ্যাস ডিলার বা বিক্রেতাদের দাবি, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ডিস্ট্রিবিউটরদের আধার তথ্য যাচাইয়ের কাজ সারতে বলেছে তেল সংস্থাগুলি। এই পরিস্থিতিতে গ্রাহকদের অভিযোগ, যাচাই ঘিরে ক্রমশ হয়রানি বাড়ছে। এই অবস্থায় বার বার গ্যাসের দোকানে না ছুটে বাড়িতে বসে কী ভাবে আধার তথ্য যাচাই করা যাবে, তা জেনে নিন।
আধার তথ্য যাচাই করা নিয়ে গত ১৮ অক্টোবর তেল ও গ্যাস মন্ত্রক ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্থান পেট্রোলিয়ামের কর্ণধারদের চিঠি দিয়ে নির্দেশ দেয়। সেই নির্দেশে বলা হয়েছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তুকিযোগ্য ১৪.২ কেজি সিলিন্ডারের গ্রাহকদের আধার যাচাই করতে হবে। এদিকে তেল ও গ্যাস মন্ত্রকের নির্দেশ মতো তেল সংস্থাগুলি বিক্রেতাদের জন্য ৩১ ডিসেম্বরের সময়সীমা বেঁধে দিয়েছে। যদিও গ্রাহকদের সে বিষয়ে সরাসরি কিছুই জানানো হয়নি বলে অভিযোগ। আর এতেই গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি বাড়ে। এ নিয়ে কেন্দ্রীয় সরকারও কোনও নির্দেশিকা জারি করেনি। এমন জটিল পরিস্থিতিতে তেল সংস্থাগুলি সূত্রে জানা গিয়েছে, গ্রাহকেরা তাঁদের আধার তথ্য যাচাইয়ের কাজ অনলাইনেও করতে পারবেন।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-২৮: সুন্দরবনের তিন গাজী—রক্তান গাজী, তাতাল গাজী ও শতর্ষা গাজী

দশভুজা, শক্তিরূপেন সংস্থিতা, পর্ব-৩: মালতীর কথা…

ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, সংস্থার অ্যাপ ‘ইন্ডিয়ানঅয়েল ওয়ান’ (IndianOil One) থেকেই আধারের তথ্য যাচাই করাতে পারবেন গ্রাহকেরা। এর জন্য গ্রাহককে মোবাইলে ‘ইন্ডিয়ানঅয়েল ওয়ান’ অ্যাপ এবং ভারত সরকারের ‘আধার ফেসরেড’ (AadhaarFaceRd) অ্যাপ ডাউনলোড করতে হবে। এর পর ‘ইন্ডিয়ানঅয়েল ওয়ান’ অ্যাপে ‘মাই প্রোফাইল’-এ গিয়ে ‘ইন্ডেন ডিটেলস’-তে ক্লিক করলে ‘রিকেওয়াইসি’ (ReKYC) অপশন দেখতে পাওয়া যাবে। এখানেই গ্রাহক তথ্য যাচাইয়ের পাশাপাশি বায়োমেট্রিক তথ্য দেওয়ার কাজও সেরে ফেলতে পারবেন।
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৫০: কুষ্টি বিচার, না কি রক্ত বিচার! জরুরি কোনটা?

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-২৫: উদ্যানবাটিতে সারদা মায়ের ঠাকুরের শুশ্রূষা

এই একই সুবিধা পাবেন ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্থান পেট্রোলিয়ামের গ্রাহকেরাও। ভারত পেট্রোলিয়ামের ক্ষেত্রে হ্যালো বিপিসিএল (HelloBPCL) অ্যাপটি ডাউনলোড করতে । আর হিন্দুস্থান পেট্রোলিয়ামের গ্রাহকদের এইচপিপে (HPPay) অ্যাপটি ডাউনলোড করতে। সেই সঙ্গে ডাউনলোড করতে হবে ‘আধার ফেসরেড’ (AadhaarFaceRd) অ্যাপটিও। বাকি সব পদ্ধতি ইন্ডিয়াল অয়েল-এর মতো একই।

Skip to content