শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

শুক্রবার থেকে আরও দাপট দেখাবে গরম। তীব্র দহনে জেরবার হবে পুরো দক্ষিণবঙ্গ। এর মধ্যেই হাওয়া দফতর ঘোষণা করেছে, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ আরও এক দিন বেশি চলতে পারে। হাওয়া দফতর জানিয়েছিল, পুরো দক্ষিণবঙ্গে সোমবার অবধি তাপপ্রবাহ চলবে। কিন্তু শুক্রবারের বুলেটিনের জানানো হয়, তাপপ্রবাহ মঙ্গলবার পর্যন্ত চলবে। হাওয়া অফিস একটানা মঙ্গলবার পর্যন্ত টানা তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। এই তাপপ্রবাহ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলবে।
কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে তাপপ্রবাহে চলবে। আবার শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও তাপপ্রবাহের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। তীব্র গরম হাওয়ার প্রভাবে কষ্ট বাড়বে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানেও মানুষের। হাওয়া অফিস তাপপ্রবাহের জন্যে আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে।
আরও পড়ুন:

সোনার বাংলার চিঠি, পর্ব-১৩: পয়লা বৈশাখের ‘মঙ্গল শোভাযাত্রা’— অসম্প্রদায়িক চেতনার বিশ্ব ঐতিহ্য

অণুগল্প: কাজু বরফি

ইতিমধ্যেই এই জেলাগুলিতে স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি বেশি তাপমাত্রা। শুক্রবারও তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবারও কলকাতার তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি পার হয়ে যাবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রির সেলসিয়েসের কাছাকাছি থাকবে। আগামী কয়েক দিন তাপপ্রবাহের জন্যে বাকি জেলাগুলিতেও পারদ আরও ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে।
আরও পড়ুন:

ঘণ্টাখানেকের অস্ত্রোপচারেই পুরুষাঙ্গের দৈর্ঘ্য বাড়বে, আর কী কী সমস্যার সমাধান হবে?

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!

হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বুধবার থেকে পরবর্তী দু’দিন অল্প পরিবর্তন ঘটতে পারে। এদিকে রাজ্য সরকার এই পরিস্থিতিতে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। এ বার রাজ্যের সরকারি স্কুলগুলিতে আগামী ২ মে থেকে গরমের ছুটি পড়ে যাবে। সাধারণ ভাবে গরমের ছুটি পড়ার কথা ছিল আগামী ২৪ মে থেকে। বিকাশ ভবন সূত্রে জানা গিয়েছে, বর্তমান আবহাওয়ার পরিস্থিতির উপর নজরে রেখে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Skip to content