শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

১ বৈশাখের দিন সকাল থেকেই চলছে দাবদাহ। আলিপুর আবহাওয়া দফতর গত কয়েক দিনের মতো বাংলা নববর্ষেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ নিয়ে সতর্কতা জারি করেছে। শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গ চড়া রোদে তেতে রয়েছে। বেলা গড়ালে সেই পারদ আরও বেড়বে।
শুক্রবারও কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের একই ছিল। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। কলকাতার অদূরে সল্টলেকে পারদ চড়েছে ৪২.১ ডিগ্রিতে। শনিবারও কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রির কাছাকাছি থাকবে।
আরও পড়ুন:

গল্প: ১৫ অগস্ট, ২২০৫

চেনা দেশ অচেনা পথ, পর্ব-১৫: সারদা দাদার থেকে চিল্পিঘাটি

কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে। শনিবার পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৯ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় পারদ ৪২.৭ ডিগ্রি। মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন এমনই তাপমাত্রা থাকবে বলে আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে।
আরও পড়ুন:

সকালে উঠে এক কাপ চায়ে চুমুক না দিলে সকালটাই শুরু হয় না? এর ফলে শরীরের কী ক্ষতি হচ্ছে

স্বাদে-গন্ধে: একঘেয়ে কাতলা? স্বাদবদল করুন ‘কমলা কাতলা’ রেসিপিতে! রইল সহজ রেসিপি

উত্তরবঙ্গের জেলাগুলিতে বজায় রয়েছে শুষ্ক আবহাওয়া। তাই সেখানে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই হাওয়া অফিসের পূর্বাভাস। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। অর্থাৎ, আগামী সপ্তাহেও অস্বস্তিকর গরম থেকে রেহাই পাওয়ার কোনও সম্ভাবনা নেই।

সম্প্রতি মৌসম ভবন জানিয়েছে, চলতি বছরে দেশে বর্ষা স্বাভাবিক হবে। দেশে বর্ষা আসার স্বাভাবিক সময় ১ জুন। তার আগে এই অসহনীয় গরম থেকে বাঁচতে বৃষ্টির জন্য আশাপ্রার্থী সকলে।

Skip to content