রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

চৈত্র মাস শেষ হতে এখনও কিছুদিন বাকি, তার আগেই বাংলায় কয়েকটি এলাকায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির ছুঁইছুঁই। এমন কি, আগামী সপ্তাহে কোনও কোনও জায়গায় তাপপ্রবাহ হতে পারে বলে হাওয়া অফিস সতর্কতা জারি করেছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের এখনই বৃষ্টির পূর্বাভাস নেই। উলটে ক্রমশ তাপমাত্রা আরও বাড়বে। চৈত্রে মাসের শেষে এখন সারা রাজ্যেই তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি।
আগামী সোমবার থেকেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরে আগামী ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। হাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিন শুষ্ক গরম অনুভূত হবে। বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি থাকবে না। আবহবিদদের দাবি, রাজ্যবাসী এই রকম শুষ্ক গরমে আবহাওয়ায় ততটা অভ্যস্ত নন। তাঁদের মনে করছেন, এই গ্রমে বয়স্ক ও শিশুদের সমস্যা বেশি হবে।
আরও পড়ুন:

ঘুমানোর ধরন দেখে জেনে নিন আপনার সঙ্গী কেমন মনের মানুষ, কী বলছে জ্যোতিষশাস্ত্র

রোজ প্রাতরাশে ডিমের সঙ্গে কলা খাচ্ছেন? এর ফলে কী হচ্ছে জানেন

আবহবিদদের কথায়, এই রকম শুষ্ক গরমে আবহাওয়ায় হিট স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে। সে কারণে রাজ্যবাসীকে আগামী ১০ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:

‘মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র’ প্রকল্প শুরু এক লক্ষ ডাকঘরে! কারা পারবেন আমানত করতে?

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-১৪: গরম পড়েছে, যত পারুন ঠান্ডা খান! কী হচ্ছে এর ফলে?

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর আড়াইটে পর্যন্ত আলিপুরের পারদ ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেকে ছিল ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস, ৩৮.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয় বাঁকুড়ায় পারদ। বৃহস্পতিবার আসানসোলে ৩৬.৫ ডিগ্রি এবং শ্রীনগরে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ছিল তাপমাত্রা। আগামী ১০ এপ্রিলের পর থেকে দিনের সর্বোচ্চ পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

Skip to content