বৃহস্পতিবার ৩ অক্টোবর, ২০২৪


ছবি প্রতীকী

দেশজুড়ে করোনার চতুর্থ ঢেউ শুরুর ইঙ্গিত মিলতেই বুস্টার ডোজ বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আজ থেকেই শুরু দেশজুড়ে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার কর্মসূচি। ১৮ বছর থেকে ৫৯ বছর বয়সিরা এই টিকা পাবেন সরকারি কেন্দ্র থেকে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, কলকাতা পুরসভার ১৫০টি স্বাস্থ্যকেন্দ্র থেকে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের বুস্টার ডোজ দেওয়া হবে। এরমধ্যে কোভিশিল্ড ৯৮টি, কোভ্যাক্সিন ৩৫টি এবং ১৭টি কোর্বেভ্যাক্স প্রতিষেধক দেওয়ার কাজ আজ থেকে চালু হবে। একই সঙ্গে ৮টি মেগা সেন্টার থেকেও ওই বুস্টার ডোজ পাওয়া যাবে।
পুর স্বাস্থ্য দফতর সূত্রের খবর, আজ থেকে আগামী ৭৫ দিনের জন্য ১৮ থেকে ৫৯ বছর বয়সিদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে। বুস্টার ডোজ নিতে ১৮ বছরের বেশি বয়সিদের ভিড়ের কথা মাথায় রেখেই কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। কোভ্যাক্সিন দেওয়া পুর স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যাও ৩৪টি থেকে বেড়ে হচ্ছে ৩৫টি। শহরে এত দিন পর্যন্ত কোভিশিল্ড দেওয়া হত ৮৩টি কেন্দ্র থেকে যা এখন বাড়িয়ে ৯৮টি করা হচ্ছে। এ ক্ষেত্রেও একটি কোর্বেভ্যাক্স প্রতিষেধক প্রদান কেন্দ্রকে কোভ্যাক্সিন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। ১৭টি পুর স্বাস্থ্যকেন্দ্র, যেখানে এত দিন ১২ থেকে ১৪ বছর বয়সিদের কোর্বেভ্যাক্স প্রতিষেধক দেওয়া হতো, সেখানে কোভিশিল্ডের বুস্টার ডোজ দেওয়া হবে।
বুধবারই কেন্দ্রীয় সরকার ঘোষণা করে, ১৫ জুলাই থেকে দেশে বিনামূল্য বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। ৭৫ দিন ধরে চলবে এই কর্মসূচি। এরপরে বুস্টার দেওয়া নিয়ে পুরসভার তরফে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে বৈঠক করেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনি জানান, রাজ্য সরকারের কাছে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল। অবশেষে কেন্দ্র সেই আবেদনকে মান্যতা দিয়েছে। এই তৃতীয় ডোজ পেয়ে সকলে যেন এই ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে নিরাপদে থাকতে পারেন, সেই উদ্দেশেই এই কর্মসূচি।
প্রতিদিনই শহরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাড়ছে হাসপাতালে ভর্তি কোভিড রোগীর সংখ্যাও। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের গবেষণায় জানা গিয়েছে, টিকার দুটো ডোজ নেওয়ার ছয় মাস পর শরীরে অ্যান্টিবডি অনেকটা থিতু হয়ে যায়৷ তাই বুস্টার ডোজ নিলে সেটা শরীরের অ্যান্টিবডিকেই সক্রিয় করে তোলে৷ চিকিৎসকদের একাংশ মনে করছেন, ১৮ থেকে ৫৯ বছর বয়সিদের প্রত্যেকে বুস্টার ডোজের আওতায় এলে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া যাবে। শুক্রবার থেকে আগামী ৭৫ দিনের জন্য বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার কাজ চলবে। তাই অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

Skip to content