রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


গাড়ির ছবি প্রতীকী

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে উদ্ধার করা হয়েছে কোটি কোটি টাকা, বিদেশি মুদ্রা, সোনার গয়না, দলিল, গুরুত্বপূর্ণ নথি, মোবাইল ইত্যাদি৷ পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের গ্যারেজেও রয়েছে বিলাসবহুল গাড়ি। কিন্তু টালিগঞ্জের ডায়মন্ড সিটির ফ্ল্যাটে ইডি অভিযানের দিন রহস্যজনক ভাবে উধাও পার্থ ঘনিষ্ঠের চারটি বিলাসবহুল গাড়ি। ইডি সূত্রের খবর, আচমকা উধাও হয়ে যাওয়া গাড়িগুলির মধ্যে রয়েছে একটি মার্সিডিজ বেঞ্জ (ডাবলুবি ০২ এই ২২৩২), একটি অডি (ডাবলুবি ০২ এবি ৯৫৬১), একটি হোন্ডা সিটি (ডাবলুবি ০৬ টি ৬০০০) এবং এবং হোন্ডা সিআরভি (ডাবলুবি০৬ টি৬০০১)। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই গাড়িগুলির খোঁজ শুরু করেছেন ইডির আধিকারিকরা। তদন্তকারীরা জানিয়েছেন, ওই ফ্ল্যাটের গ্যারাজে মাত্র একটি গাড়ি পড়ে রয়েছে। বাকি চারটি গাড়ি কথায় গেল, ওই গাড়িতে করে গুরুত্বপূর্ণ কিছু পাচার করা হল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বারুইপুরের বাগানবাড়ি ‘সোহিনী’-তে চুরির ঘটনা ঘটেছে৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছিলেন, তাঁরা রাতের অন্ধকারে বেশ কয়েক জন ব্যক্তিকে ওই বাড়িতে ঢুকতে দেখেছেন। তাঁদের সঙ্গে ছিল গাড়িও। এর পরেই চাঞ্চল্য ছড়ায়, তবে কি ওই বাগানবাড়িতে লুকানো টাকা পয়সা পাচারা করতে এসেছিল দুষ্কৃতীরা, নাকি তথ্য লোপাটের চেষ্টা? যাঁরা রাতের অন্ধকারে বাগানবাড়িতে হানা দিয়েছিলেন তাঁরাই কি এবার অর্পিতার ফ্ল্যাট থেকে সবার অলক্ষ্যে সরিয়েছেন চারটি গাড়ি? পর পর উধাও হয়ে যাওয়ার ঘটনা বেশ ভাবাচ্ছে ইডি অধিকারীদের।
এদিকে, অর্পিতা মুখোপাধ্যায়ের নামে থাকা তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করেছে। সেই তিনটি অ্যাকাউন্ট-এ ২ কোটি ২০ লক্ষ টাকার ব্যালেন্স রয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি শুক্রবার মেডিকেল পরীক্ষার জন্য পার্থ-অর্পিতাকে নিয়ে যাওয়া হয়েছে জোকা ইএসআই হাসপাতালে। সেখানে তিনি গাড়ি থেকে নামার সময় হাউমাউ করে কেঁদে ফেলেন। এমনকি, তিনি হাসপাতালের আপতকালীন বিভাগের সামনে বসেও পড়েন।

Skip to content