বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


খোঁজ পাওয়া যাচ্ছে না প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এবং রাজ্যের বিধায়ক মানিক ভট্টাচার্যের। ইডি সূত্রে এমনটাই জানা গিয়েছে। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে আইনজীবীদের কাছে ইডির আধিকারীকেরা পরামর্শ চাইতে গিয়েছেন, এখন তাদের কী করণীয়। ইডি সূত্রে এও জানা গিয়েছে, ইডির আধিকারিকরা আইনজীবীদের কাছে পরামর্শ করে জানতে চাইছেন মানিকের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা যায় কিনা?
কেন্দ্রীয় আর্থিক নিয়ামক সংস্থা ইডি কিছু দিন ধরেই মানিকের খোঁজ করছে। ইডির দফতরে মানিককে টেটের নিয়োগ দুর্নীতির তদন্তের জন্য ফের তলব করা হলেও তিনি হাজির হননি। ইডি তাঁকে গত ১০ অগস্টও ডেকে পাঠিয়েছিল। কিন্তু মানিক হাজির না হওয়ায় তাঁর খোঁজ শুরু করে ইডি। কিন্তু তাঁর কোথাও খোঁজ পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে ইডির কী করণীয় তা জানতেই বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের আইনজীবীদের পরামর্শ নিতে আদালতে গিয়েছেন ইডির আধিকারিকরা।

Skip to content