রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


সম্পত্তি বৃদ্ধি মামলায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক এবং অরূপ রায়। নেতা-নেত্রীদের সম্পত্তি বৃদ্ধির বিষয়ে হাই কোর্ট নির্দেশ ছিল, ইডিকে পার্টি করা হোক এই মামলায়। ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক এবং অরূপ রায় তাঁদের আবেদনে সেই নির্দেশের পুনর্বিবেচনার আর্জি জানান। তাঁরা প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছেন। শুনানি হতে পারে আগামী ১২ সেপ্টেম্বর।
সম্পত্তি বৃদ্ধি মামলায় ৮ অগস্ট তৃণমূলের ১৯ নেতা-মন্ত্রীর বিরুদ্ধে ইডিকে এই মামলায় যুক্ত করা হয়। উল্লেখ্য, এ নিয়ে ২০১৭ সালে দু’টি জনস্বার্থ মামলা করা হয়। দুই মামলাকারী হলেন অনিন্দ্যসুন্দর দাস এবং বিপ্লবকুমার চৌধুরী। তাঁদের দাবি, ২০১১ থেকে ২০১৬ সাল, পাঁচ বছরের মধ্যে এই ১৯ জনের সম্পত্তি এত পরিমাণ বৃদ্ধি পেল কী ভাবে? তাঁরা নির্বাচন কমিশনে নেতাদের দেওয়া হলফনামায় যে সম্পত্তির খতিয়ান উল্লেখ করা হয়েছে তাও তুলে ধরেন। এ নিয়ে আরও মামলা করেন অরিজিৎ গঙ্গোপাধ্যায়। সে মামলায় তিনি আদালতে ৩০ জনের নাম পেশ করেন। আইনজীবী অনিন্দ্যসুন্দর দাসের কথায়, অরিজিতের মামলায় ইডিকে পার্টি করা হলেও তাঁদের পিটিশনে ইডি ছিল না।

Skip to content