মহাকরণে অগ্নিকাণ্ড। একতলায় থাকা স্বরাষ্ট্রদপ্তরের একটি ঘরে মঙ্গলবার সন্ধে ছ’টা নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলে দ্রুত দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছে। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। স্বরাষ্ট্রদপ্তরের ওই ঘরে অনেক গুরুত্বপূর্ণ রয়েছে। ওই সব ফাইলপত্র পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
মহাকরণের পাঁচ নম্বর গেটের ভিতর যে ঘরে আগুন লেগেছিল সেখানে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের একটি দফতর ছিল। সেই অফিসের কিছু কাগজপত্র পুড়ে গিয়েছে বলে জানিয়েছে দমকল বাহিনী।
মহাকরণের পাঁচ নম্বর গেটের ভিতর যে ঘরে আগুন লেগেছিল সেখানে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের একটি দফতর ছিল। সেই অফিসের কিছু কাগজপত্র পুড়ে গিয়েছে বলে জানিয়েছে দমকল বাহিনী।
ফাইলপত্র ছাড়াও একাধিক কম্পিউটারও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পাখা থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লাগেছে। এ প্রসঙ্গে দমকলের ডিজি জানিয়েছেন, ফরেনসিক পরীক্ষার পরই আগুন লাগার সঠিক কারণ জানা যাবে। ২০১১ সালে মহাকরণ ছেড়ে বেশির ভাবে সরকারি দপ্তর নবান্নে চলে গেলেও এখন এখানে কিছু দপ্তর রয়েছে। এর মধ্যে স্বরাষ্ট্র এবং এনআরআই দপ্তর উল্লেখযোগ্য।