সোমবার ৮ জুলাই, ২০২৪


স্মৃতি ইরানি

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। জুড়ল ফুলবাগান ও শিয়ালদহের মধ্যে মেট্রো পথ। সোমবার বিকেল ৫টা নাগাদ কেন্দ্রের নারী এবং শিশু কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি ভার্চুয়ালি এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশে প্রথম মেট্রো রওনা হয়। যদিও ট্রেনে যাত্রীরা কেউ ছিলেন না। শিয়ালদহ থেকে একটি যাত্রী বিহীন ট্রেন সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশে রওনা হয়। কিছু ক্ষণ ট্রেনে ভিতরে থেকে স্মৃতি নেমে যান।
কেন্দ্রীয় মন্ত্রী মেট্রো রেলের আধিকারিকদের সঙ্গে ঘুরে দেখেন স্টেশনের অত্যাধুনিক প্রযুক্তি ও নানান সুযোগ-সুবিধা। সেই সঙ্গে খোঁজ খবর নেন যাত্রী স্বাচ্ছন্দ্য বিষয়টিও। স্মৃতি বলেন, ফুলবাগান ও শিয়ালদহ এলাকার মানুষের স্বপ্ন আজ সফল হল। এই প্রকল্প উদ্বোধনের ফলে বহু মানুষের সুবিধা হবে। সুফল মিলবে ব্যবসার ক্ষেত্রেও।
বাংলার সঙ্গে স্মৃতির যোগসূত্র নিয়ে তিনি জানান, ‘আমার মামার বাড়ি ছিল সল্টলেকে। আমি বাংলারই মেয়ে। বাগচী পরিবারের মেয়ে। তাই কলকাতায় এরকম একটি প্রকল্পের উদ্বোধন করতে পেরে আমি অত্যন্ত গর্বিত।’

Skip to content