বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। কম্পন অনুভত হয়েছে উত্তর ২৪ পরগনা জেলাতেও। জাতীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে ৫.৪ ছিল ভূমিকম্পের মাত্রা। ভূমিকম্পের উৎসস্থল ছিল পড়শি দেশ বাংলাদেশ। ভূমিকম্প হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১৬ কিলোমিটার নীচে। যদিও ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

এ নিয়ে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বা জাতীয় ভূমিকম্প কেন্দ্র টুইট করেছে। সেখানে জানানো হয়েছে, সোমবার রাত ৮টা ১৯ মিনিটে ভূমিকম্প হয়। বাংলাদেশের সিলেট ছিল ভূমিকম্পের উৎসস্থল। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুযায়ী, সিলেটের কানাইঘাট উপজেলা থেকে চার কিলোমিটার দূরে ভারত সীমান্তই ছিল ভূমিকম্পের উৎসস্থল। রাজধানী ঢাকা-সহ বাংলাদেশের একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
আরও পড়ুন:

আপনি কি একটুতেই খুব উদ্বিগ্ন হয়ে পড়েন? ভিটামিনের ঘাটতি হচ্ছে না তো?

অন্য নায়কের সঙ্গে বিভিন্ন ভঙ্গিতে ছবি তোলা পছন্দ করতেন না ধর্মেন্দ্র! রেগে কী করেন হেমা মালিনী?

মৃদু কম্পন অনুভূত হয়েছে কলকাতাতেও। যদিও প্রশাসনিক সূত্রে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবরও মেলেনি। উত্তর ২৪ পরগনার জেলার কিছু এলাকায় কম্পনের মাত্রা তুলনায় তীব্র ছিল।
প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশে গত জুন মাসে হওয়ায় ভূমিকম্পেও কম্পনের উৎসস্থল ছিল সিলেটের পার্শ্ববর্তী এলাকা।

আপনার রায়

ইসরোর চন্দ্রযান-৩ কি তৃতীয় বারের এই অভিযানে সাফল্যের স্বাদ পাবে?

Skip to content