অষ্টমীতে সারা কলকাতা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। তার মাঝেও দক্ষিণ কলকাতায় মানুষের ঠাকুর দেখার ধুম। ফলে বিকেলে নানা জায়গায় যানজট শুরু হয়েছে। গড়িয়াহাটে তীব্র যানজট দেখা যায়। প্রবল যানজট গড়িয়া এলাকাতেও। সোমবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় ঠাকুর দেখতে বেরোচ্ছেন? তা হলে দেখে নিন কোন কোন রাস্তায় জ্যাম রয়েছে। বন্ধ রয়েছে কোন কোন পথ। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গড়িহাটে হালকা যানজট রয়েছে। তবে রাসবিহারী রোডে প্রবল যানজট। টালিগঞ্জ থেকে হাজরাতেও থমকে আছে যানবাহন।
গড়িয়াহাট থেকে গোলপার্কের রাস্তাতেও একই অবস্থা। তবে যাদবপুর এলাকায় যান চলাচল স্বাভাবিকই রয়েছে। নাকতলা, সেলিমপুর, গাঙ্গুলিবাগান ইত্যাদি এলাকার ছোট বড় একাধিক পুজো হচ্ছে। তাতে মানুষের কমবেশি ভিড়ও হয়েছে। তবে ভিড় কিছুটা কমিয়ে দিয়েছে সোমবারের অসময়ের বৃষ্টি। তাই কয়েকটি জায়গা ছাড়া অন্তত সন্ধ্যা পর্যন্ত সে ভাবে দক্ষিণে যানজট হয়নি। টালিগঞ্জে ট্র্যাফিকের হালও স্বাভাবিক রয়েছে। দেশপ্রিয় পার্কের ঠাকুর দেখার ভিড়ে কালীঘাট মেট্রো এলাকা, হাজরায় প্রবল জ্যাম। হাজরা থেকে গড়িয়াহাট যাওয়ার রাস্তায় ভিড়ে বারবার থমকে যাচ্ছে বাস-অটো। ম্যাডক্স স্কোয়্যারের ঠাকুর দেখার জনস্রোতে স্তব্ধ শরৎ বোস রোডের যান চলাচল।
আরও পড়ুন:
বারবার ব্রা কিনতে গিয়ে থমকে যান? তাহলে জেনে নিন সঠিক অন্তর্বাস বেছে নেওয়ার সহজ উপায়
হেঁচকি ওঠা শুরু হলে সহজে কমতে চায় না? দ্রুত সমাধানে এইসব টোটকা মেনে চলুন
চেতলা অগ্রণীর পুজোয় ভিড় ভালোই হচ্ছে। কিন্তু ট্র্যাফিক নিয়ন্ত্রণেই রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জায়গায় জায়গায় গার্ডরেল বসানো হয়েছে। আরএসবি থেকে নিউ আলিপুরের রাস্তাজুড়েই প্রবল যানজট। কয়েক মিটার পর পর থমকে যাচ্ছে গাড়ি-বাইক-স্কুটার। যদিও ডায়মন্ড হারবার রোডে কোনও জ্যাম নেই। অন্য দিকে, ইএম বাইপাসে মোটের উপর যান চলাচল স্বাভাবিক রয়েছে। রুবি মোড়ের কাছে বার বার যানজট তৈরি হচ্ছে। এ ছাড়া, কসবা এলাকায় স্বাভাবিকের থেকে তুলনায় কম গতিতে চলছে যানবাহন।