শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

মঙ্গলবার সকালে গুলি চলল দমদমে। সকাল আটটা নাগাদ দমকল কেন্দ্রের সামনে এক যুবক এক দমকলকর্মীকে লক্ষ্য করে গুলি করেন। অল্পের জন্য বেঁচে যান ওই দমকলকর্মী। গুলি চালিয়ে ওই দুষ্কৃতী পলাতক। ঘটনাস্থল থেকে পুলিশ একটি গুলির খোল উদ্ধার করেছে। জানা গিয়েছে, দমকলকর্মী স্নেহাশিস রায় সকাল আটটা নাগাদ বাইকে করে দমকল কেন্দ্রে প্রবেশ করছিলেন। সে সময় তাঁকে এক যুবক ডাকে। বাইক থেকে নেমে স্নেহাশিস তাঁর দিকে এগিয়ে গেলেই গুলি চালিয়ে দেন ওই অভিযুক্ত যুবক। গুলিটি লক্ষ্যভ্রষ্ট বেঁচে যান স্নেহাশিস। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্নেহাশিস এও জানিয়েছেন, কিছুদিন আগে রাস্তায় এক যুবকের তাঁর ধাক্কা লাগে। সেই সময় ওই যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়। মঙ্গলবার ওই যুবকই স্নেহাশিস অফিসে ঢোকার সময় তাঁকে ডাকেন। অভিযুক্ত যুবকের বলে, সেদিনের ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে চান। সে সময় স্নেহাশিস এগিতেই ওই যুবক গুলি চালিয়ে দেয় বলে অভিযোগ। পুলিশ পুরো ঘটনার তদন্ত করেছে।

Skip to content