শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

বাংলার তাপমাত্রা পিছনে ফেলে দিচ্ছে দেশের মরু অঞ্চলকে! দিল্লির মৌসম ভবনের রিপোর্ট বলছে, সোমবার রাজস্থানের জয়সলমেরে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, কলকাতার দমদমের তাপমাত্রা চড়েছিল ৪১.৬ ডিগ্রিতে!

রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে অসহনীয় গরম। তবে সোমবার নয়, টানা কয়েক দিন ধরেই বাংলা গরমে পিছনে ফেলেছে মরুভূমিকে। একটানা কয়েক দিন ধরে চলছে তাপপ্রবাহ। উত্তরবঙ্গের মালদহ এবং দক্ষিণ দিনাজপুরও বাকি নেই। আশ্চর্য মনে হলেও, হিমালয়ের পাদদেশে থাকে সর্বদাই মনোরম ডুয়ার্সও তীব্র গরমে হাঁসফাঁস করছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আরও অন্তত চার দিন অর্থাৎ ২১ এপ্রিল অবধি তাপপ্রবাহ চলবে। উত্তরের জেলাগুলিতেও তীব্র গরম চলতে থাকবে। তাপমাত্রা নামতে পারে আগামী ২২ এপ্রিল থেকে।
আবহবিদদের কথায়, এখন বঙ্গোপসাগর থেকে কোনও জোলো হাওয়া প্রবেশ করছে না। ফলে স্বাভাবিক ভাবে এই তীব্র গরমে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড়বৃষ্টি তো হচ্ছেই না, সেই সঙ্গে দখিনা বাতাসের প্রাকৃতিক বাধার অভাবে পশ্চিম থেকে ঢুকে পড়ছে অসহ্যকর গরম হাওয়া। দ্রুত বাড়ছে তাপমাত্রা। কোনও কোনও একাকায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫-৭ ডিগ্রি উপরে উঠে যাচ্ছে!
আরও পড়ুন:

হাসপাতালে মধুমিতা, হাতে চ্যানেল, চলছে স্যালাইন! কী হয়েছে অভিনেত্রীর

বৃহস্পতিবার বিরল ‘হাইব্রিড’ সূর্যগ্রহণ! মহাজাগতিক সেই দৃশ্য কখন, কী ভাবে দেখবেন?

হাওয়া দফতরের রিপোর্ট বলছে, রবিবার পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়ে ফেলে ৪৩ ডিগ্রি। বীরভূমের শ্রীনিকেতনে ছিল ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া, ৪৩.৭ ডিগ্রি। হাওড়ার উলুবেড়িয়া ৪০ ডিগ্রি। স্বাভাবিকের থেকে প্রায় ছয় ডিগ্রি বেশি তাপমাত্রা। কলকাতা এবং সল্টলেকে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৪০ ডিগ্রি। ক্যানিং, কাঁথি, ঝাড়গ্রামেও তীব্র গরমে মানুষ কাহিল। জলস্তর নেমে সঙ্কট দেখা দিয়েছে হাওড়ার বাগনান, হুগলির গোঘাট, কামারপুকুর-সহ বেশ কিছু এলাকায়।
আরও পড়ুন:

রাজ্যে চার বছরের স্নাতক পাঠক্রম ২০২৪-এর শিক্ষাবর্ষ থেকেই, প্রস্তুতি শুরু শিক্ষা দফতরের

ডায়েট টিপস: ডাবের জলের উপকারিতা কী জানেন? গরমে শরীর ঠিক রাখতে ডাবের জল খান

তাপপ্রবাহ বয়েছে মালদহ ও বালুরঘাটে। এখানকার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে যথাক্রমে ছয় ও ৬.৭ ডিগ্রি বেশি ছিল। উত্তরবঙ্গে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ চলছে। রবিবার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয়। বাগডোগরার তাপমাত্রা ছিল ৩৮.৯ ডিগ্রি সেলসিয়াস।

Skip to content