শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


মেঘলা আকাশ। ঝিরঝিরে বৃষ্টি দিয়েই কলকাতার দিন শুরু। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জন্য মঙ্গলবার দিনভর কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইবে ঝোড়ো হাওয়াও। পাশাপাশি বুধবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড় হাওয়াও বওয়ার সম্ভাবনা, এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া দফতর। সে কারণে বাড়তি নিরাপত্তার জন্য সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Skip to content