শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ডোনা গঙ্গোপাধ্যায়।

ভালো আছেন ডোনা গঙ্গোপাধ্যায়। নবমীর রাতে ডোনা অসুস্থ বোধ করায় তাঁকে কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, ডোনা কিছু দিন জ্বরে ভুগছিলেন। শরীরে র্যা শও বেরিয়েছিল। এ নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। পরে তাঁর কিছু শারীরিক পরীক্ষা করা হয়। সেই সব পরীক্ষার রিপোর্টে হাতে এলে দেখা যায় ডোনা চিকুনগুনিয়ায় আক্রান্ত। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা এখন হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আগের তুলনায় নৃত্যশিল্পীর শারীরিক অবস্থা ভালো। বৃহস্পতিবার তাঁর ‘লিভার ফাংশন টেস্ট’ করা হবে। কিছু রক্ত পরীক্ষাও হবে। বমি ভাব কিছুটা কমেছে। র্যা শও আর বেরোয়নি। খিদে ভাবও ফিরেছে। জানা গিয়েছে, সৌরভ ঘরনি বাড়ি ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন। যদিও বৃহস্পতিবার দুপুরে পরীক্ষার রিপোর্ট হাতে এলে তার পর বাড়ি ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।
আরও পড়ুন:

মালবাজারে হড়পা বানে স্বজনহারাদের পাশে কেন্দ্র ও রাজ্য, আর্থিক সাহায্য ঘোষণা মোদী ও মমতার

শিয়ালদহে দশমীর রাতে বেপরোয়া বাসের ধাক্কায় মৃত তিন, আহত আরও তিন জন

এদিকে, কলকাতা-সহ রাজ্যে একাধিক জায়গায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। চিকিৎসকদের একাংশের মতে, দফায় দফায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির জন্য ডেঙ্গি বাড়ে চলছে। চিকিৎসকদের এও আশঙ্কা, এ রকম বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চললে ডিসেম্বরের শুরু পর্যন্ত ডেঙ্গির বাড়বাড়ন্ত চলতে পারে।

Skip to content