মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


এভাবেই চলেছিল অবরোধ

অবশেষে ডোমজুড়ের বিস্তীর্ণ এলাকা থেকে অবরোধ তুলে নেওয়া হয়েছে। এখন দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে। কোনা এক্সপ্রেসওয়েতেও আর কোনও সমস্যা নেই, সচল যান চলাচল। বিকেল থেকে টানা ১১ ঘণ্টা ধরে অবরোধ চলছিল।
সম্প্রতি বিজেপি নেত্রী নুপূর শর্মার ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্যের জন্য বৃহস্পতিবার হাওড়ার ডোমজুড়ে বিকেল থেকে একদল মানুষ রাস্তা অবরোধ করেন। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে ডোমজুড়ের অঙ্করহাটির কাছে ১১৬ নম্বর জাতীয় সড়কে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এখন দ্বিতীয় হুগলি সেতু পর্যন্ত যানজট পৌঁছে গিয়েছে। হাজার হাজার গাড়ি জাতীয় সড়কের উপর আটকে পড়েছে। অ্যাম্বুল্যান্স আটকে পড়েছে। বহু মানুষ নানান প্রয়োজনে কলকাতায় আসেন, তাঁরা আটকে পড়েছেন। বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সাংবাদিক বৈঠক ডেকে অবরোধকারীদের হাতজোড় করে অনুরোধ করেন, তাঁরা যাতে রাস্তা ছেড়ে দেন। মুখ্যমন্ত্রী সেই অনুরোধের প্রায় ৫ ঘণ্টা পর অবরোধমুক্ত হল ডোমজুড়ের বিস্তীর্ণ এলাকা।

Skip to content