ছবি: প্রতীকী। সংগৃহীত।
বাঙালির মেগা উৎসবের মুখে কি বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়? এমন সম্ভাবনা কিন্তু পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দফতর। ইতিমধ্যেই আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, এমন পূর্বাভাসও দেওয়া হয়েছে। যদিও হাওয়া দফতর তার গতিবিধির ওপর কড়া নজর রাখছে। কারণ এমনটা হলে ওই ঘূর্ণাবর্ত থেকে শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়া অস্বাভাবিক নয় মনে করা হচ্ছে।
এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আন্দামান সাগরে আগামী ২৯ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এই ঘূর্ণাবর্ত তৈরি হলে তার কিছু দিনের মধ্যেই সেখান থেকে একটি নিম্নচাপ তৈরি হবে। সেই নিম্নচাপ সাগরেই শক্তি বাড়াবে।
আরও পড়ুন:
ঋতু পরিবর্তনের অসুস্থতায় হাতের কাছে কী কী হোমিওপ্যাথি ওষুধ রাখবেন? রইল ডাক্তারবাবুর পরামর্শ
১০ দিন ধরে অভিনেত্রী শয্যাশায়ী, হঠাৎ কী হল জিনাত আমনের?
যদিও সেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হবেই এমনটা বলতে পারছে না আবহাওয়া দফতর। কিছু দিন পরে তা জানা যাবে। নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিলে বাংলায় তার কী প্রভাব পড়বে? এ বিষয়ে এখনই পরিষ্কার ভাবে বলা সম্ভব নয়। তবে আন্দামান সাগরে এই ঘূর্ণাবর্তের যে অনুকূল পরিস্থিতি রয়েছে, এখন তার দিকেই হাওয়া দফতর নজর রেখেছে। ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ হলে তার প্রভাবে ঘূর্ণিঝড়ের জন্ম হলে পুজোর আগে ঝড়বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ-ও জানা গিয়েছে, আন্দামান সাগরে তৈরি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ‘তেজ’।
আরও পড়ুন:
পরিযায়ী মন, পর্ব-৭: ভিস্তা ডোমে তিস্তার দেশে
সকালে খালি পেটে ঈষদুষ্ণ জল খান? শরীর সুস্থ রাখতে ৫ কারণে এই অভ্যাস খুবই উপকারী
এদিকে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বর্ষণ হবে। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং-সহ উত্তরবঙ্গের আট জেলায়। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। দক্ষিণের সব জেলাতেই রবিবার থেকে মঙ্গলবার অবধি অর্থাৎ টানা তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে হাওয়া দফতর। রবিবার কলকাতায় কোনও কোনও অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।