মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


শীঘ্রই গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো। এই মুহূর্তে দেশের মধ্যে আর কথাও এমন উদাহরণ নেই। সব ঠিকঠাক চললে এ বছরেরই শেষের দিকে সেই ইতিহাস গড়তে জোরকদমে কাজ চলছে এসপ্ল্যানেড-হাওড়া ময়দান শাখার মেট্রো পথে। ধীরে ধীরে সেজে উঠলে স্টেশনগুলি।
এখন হাওড়া ময়দান স্টেশনে ‘এএফসি-পিসি’ গেট বসানো হচ্ছে। বৃহস্পতিবার কলকাতা মেট্রো গঙ্গার নীচ দিয়ে মেট্রো রেল দৌড়নোর প্রস্তুতির কথা জানিয়েছে। রেল পরিষেবা চালু হলে খুব সহজেই গঙ্গার তলা দিয়ে হাওড়া থেকে কলকাতা বা কলকাতা থেকে হাওড়ায় পৌঁছনো যাবে।
আরও পড়ুন:

নীল আর্মস্ট্রংয়ের জন্মদিনেই চাঁদের আকর্ষণক্ষেত্রের মধ্যে ঢুকে পড়বে ‘চন্দ্রযান-৩’! শনির সন্ধ্যায় নতুন কক্ষপথে

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৬৭: প্রবাল প্রাচীর আমাদের ভবিষ্যতের ওষুধের ভাণ্ডার

কলকাতা মেট্রো জানিয়েছে, হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে বেশির ভাগ স্টেশন তৈরির কাজ শেষের পথে। এখন বৈদ্যুতিক এবং সৌন্দর্যায়নের কাজ চলছে। এই সব কাজও শেষ হতে আর বেশি বাকি নেই। আশা করা হচ্ছে, চলতি বছরের শেষের দিকেই হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে মেট্রো পরিষেবা জনসাধারণের জন্য খুলে দেওয়া সম্ভব হবে।

‘এএফসি-পিসি’ গেট’ এর মাধ্যমেই যাত্রীরা স্টেশনে প্রবেশ করবেন এবং বেরোবেন। হাওড়া ময়দান স্টেশনে মোট ৮টি ‘এএফসি-পিসি’ গেট বসছে। অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করতে চারটি দ্বিমুখী গেট থাকছে। এই চারটি গেটের মধ্যে দু’টি দিয়ে আবার নিয়ে যাওয়া যাবে হুইলচেয়ারও।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৮: সুন্দরবনের নিশ্চিহ্ন প্রাণী

অমর শিল্পী তুমি, পর্ব-১: একটু শুরুর কথা হলে ক্ষতি কী…

পাখি সব করে রব, পর্ব-১: সবুজ সুন্দরী মুনিয়া

‘এএফসি-পিসি’ গেট’ দিয়ে মিনিটে ৪৫ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। যাত্রীরা মেট্রোর টোকেন এবং স্মার্ট কার্ডও পাঞ্চ করার সুবিধা পাবেন। এছাড়াও যাত্রীদের সুবিধার্থে গেটগুলিতে কিউআর কোড স্ক্যানারও থাকছে।

গঙ্গার তলা দিয়ে গত ১২ এপ্রিল প্রথম বার পরীক্ষামূলক ভাবে মেট্রো দৌড়েছিল। সেই প্রথম ভারতে নদীর নীচ দিয়ে মেট্রো ছুটেছিল। সব কিছু ঠিকঠাক থাকলে শহরবাসী এই বছরের শেষেই ইতিহাসের সাক্ষী হতে পারবেন।

Skip to content