রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ইসকন মন্দিরে এখন জোরকদমে প্রস্তুতি চলছে। কারণ, ঠিক দু’বছর পর আবার ইসকনের রথযাত্রা অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল শুক্রবার ইসকন মন্দিরের সামনে থেকে রথের দড়ি টেনে রথোৎসবের সূচনা করবেন। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনটি আলাদা রথে থাকবেন। ইসকনের রথযাত্রায় হাজার হাজার ভক্তের সমাগম হয়। পর পর করোনার সংক্রমণের বাড়াবাড়ির জন্য নিরাপত্তার কথা ভেবে বড় করে এই উৎসব পালন করা হয়নি।
শুক্রবার জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনটি রথ ইসকন মন্দির থেকে বেরিয়ে হাঙ্গারফোর্ড স্ট্রিট, এজেসি বোস রোড, শরৎ বোস, হাজরা, এস পি মুখার্জি রোড, চৌরঙ্গি, এক্সাইড, জহরলাল নেহরু রোড, আউট্রাম রোড হয়ে ব্রিগেডে যাবে। সেখানে আগামী ৯ জুলাই অর্থাৎ উলটোরথ পর্যন্ত থাকবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। রথযাত্রা উপলক্ষে ব্রিগেডে আটদিন ধরে চলবে মেলা। নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্টোরথের দিন অর্থাৎ আগামী ৯ জুলাই আবার রথ ফিরবে ইসকনে।

Skip to content