সোমবার ‘বইমেলা প্রাঙ্গণ’-এ ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চ থেকে তিনি বলেন, ‘এই মেলা সারা বিশ্বকে একজায়গায় করেছে’। সেই সঙ্গে তিনি পরিবহণ মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তীকে নির্দেশ দিয়েছেন, বইমেলা উপলক্ষে বাস পরিষেবা বাড়াতে। মুখ্যমন্ত্রী সোমবার দুপুরে সেন্ট্রাল পার্কে পৌঁছন বইমেলা উদ্বোধন উপলক্ষে।
উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন স্পেনের মন্ত্রী মাকিয়া খোসে গালভেজ সালভাদোর, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শুভাপ্রসন্ন রায়, অরূপ বিশ্বাস, শান্তনু সেন প্রমুখ। মুখ্যমন্ত্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে সম্মান জানান। তরুণ প্রজন্মের উদ্দেশ্য তিনি বলেন, “কম্পিউটারে অনেক কিছু শেখা যায়, কিন্তু বইমেলায় আসুন। ঘুরে দেখুন।” সেই সঙ্গে তিনি মেলায় যাতে কোনও রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য অগ্নি নির্বাপন ব্যবস্থার দিকে নজর দেওয়ার নির্দেশ দেন দমকলমন্ত্রীকে।
আরও পড়ুন:
প্রতিদিন প্রাতরাশে একটি করে কলা খান? এতে শরীরের উপকার হচ্ছে কি?
ক্লাসরুম: মাধ্যমিক ২০২৩: ইংরাজি পরীক্ষার প্রস্তুতি কীভাবে নিলে ভালো ফল করা সম্ভব, তা দেখে নাও একঝলকে
মমতা আরও বলেন, “সকলে সমালোচনা করার জন্য বসে আছে। কেউ ভাল কাজ করলে বলবে না। তবে সমালোচনা করতে তৈরি।” এরপরই তিনি বলেন, “সমালোচনা করলে খুশি হই। রোজ নতুন কিছু শিখি।” প্রত্যেককে বইমেলায় যাওয়ার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য শেষ করেন।
উত্তম কথাচিত্র, পর্ব-২২: স্বপ্নের সারথি পাঠিয়েছেন ‘বকুল’ ফুল
সোনার বাংলার চিঠি, পর্ব-৮: বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতীয় কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক ও বুদ্ধিজীবিদের ভূমিকা আমরা ভুলবো না
এই প্রথম বার সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে মেলা বসল। এর নামকরণ করেন মুখ্যমন্ত্রী মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বইমেলা তার নিজস্ব ঠিকানা পেল।’’ এবার কলকাতা বইমেলার থিম দেশ ‘স্পেন’। মেলাপ্রাঙ্গণে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় মোট ৯টা গেট হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা।