শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

২৫ ডিসেম্বর কলকাতায় পারদ থাকবে ঊর্ধ্বমুখী! এরকমই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, এ বার বড়দিনে উধাও হতে পারে শীতের শিরশিরানি। ফলে বড়দিনের সেলিব্রশনে মালুম হবে না শীতের আমেজ।
মঙ্গলবার আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, বড়দিনে ততটা শীতের আমেজ থাকবে না শহরে। সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। কলকাতার সর্বনিম্ন পারদ ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শহরে আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া থাকবে। পরিষ্কার থাকবে আকাশ।
আরও পড়ুন:

বড়দিনে ভিড় সামলাতে অতিরিক্ত মেট্রো কলকাতায়, পরিষেবা মিলবে ৮ মিনিট অন্তর, কখন ছাড়বে প্রথম ও শেষ মেট্রো?

ঋতুস্রাবের সময় মেজাজ বিগড়ে যায় মহিলাদের, তবে তার আগে কেন আনন্দে থাকেন তাঁরা?

হাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিনে বাংলায় উত্তুরে হাওয়ার দাপট ক্রমশ কমবে। ফলে তাপমাত্রা বাড়বে। আগামী দু’দিন রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। রাতের তাপমাত্রা বাড়বে শুক্রবার ২৩ ডিসেম্বর থেকে।

হেলদি ডায়েট: কিডনির সমস্যা? নজর দিন রোজকার খাদ্যাভ্যাসে, পাতে কী কী থাকবে, আর কোনগুলি এড়াবেন? দেখুন ভিডিয়ো

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি বেশি। এখনই বৃষ্টির পূর্বাভাস নেই। হাওয়া অফিস জানিয়েছে, দুই দিনাজপুর এবং মালদহ আগামী দু’দিন কুয়াশাচ্ছন্ন থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে।

Skip to content