এসএসকেএম হাসপাতাল থেকে সোমবার ভোরে এয়ার অ্যাম্বুল্যান্সে করে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যেতে হবে ভুবনেশ্বর এমসে। রবিবার কলকাতা হাই কোর্ট এই নির্দেশ দিয়েছে। নির্দেশে এও বলা হয়েছে, শিল্পমন্ত্রীর সঙ্গে যাবেন এসএসকেএমে পার্থর চিকিৎসক ও তাঁর আইনজীবী। সোমবার পার্থকে নিম্ন আদালতে পেশ করার কথা। এ প্রসঙ্গে হাই কোর্ট জানায়, পার্থকে কোর্টে হাজির করার জন্য ইডির তদন্তকারী অফিসারকে ভার্চুয়াল মাধ্যমের ব্যবস্থা রাখতে হবে।
একেই সঙ্গে এইমস ভুবনেশ্বরকে হাই কোর্টের নির্দেশ, নেফ্রোলজি, কার্ডিয়োলজি, মেডিসিন, এন্ড্রক্রিনোলজি বিভাগের চিকিৎসক দিয়ে একটি বিশেষ দল তৈরি হবে। তাঁরা পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা করবেন। এমস ভুবনেশ্বরকে সোমবার বিকেল ৩টের মধ্যে রিপোর্ট দিতে হবে শিল্পমন্ত্রী পার্থর। সেই রিপোর্টের প্রতিলিপি তদন্তকারী আধিকারিক, এসএসকেএম হাসপাতাল এবং পার্থের আইনজীবীকে দিতে হবে।