কলকাতা হাই কোর্ট এবার চিটফান্ড সংস্থা সারদার আমানতকারীদের টাকা ফেরানোর ব্যাপারে বিশেষ উদ্যোগী হল। সোমবার আমানতকারীদের একাধিক মামলায় বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার এবং সেবি ও ইডি-র মতো সংস্থাকে একযোগে টাকা ফেরানোর নির্দেশ দিয়েছে। নির্দেশে এও বলা হয়েছে, সারদার বিক্রি হওয়া সম্পত্তি থেকে প্রাপ্ত অর্থ দ্রুত প্রাক্তন বিচারপতি এস পি তালুকদারের নেতৃত্বাধীন এক সদস্য কমিটির কাছে জমা দিতে হবে। আর এখনও যে সব সম্পত্তি বিক্রি হয়নি, তাও অবিলম্বে ওই কমিটির হাতে তুলে দিতে হবে। পাশাপাশি সেবি-কে বলা হয়েছে তাদের কাছে থাকা তিনটি সম্পত্তি তাড়াতাড়ি নিলাম প্রাপ্ত টাকা কমিটির হাতে তুলে দিতে হবে। এস পি তালুকদারের নেতৃত্বাধীন এক সদস্য কমিটি অমানতকারীদের টাকা ফেরাতে বিশেষ উদ্যোগ নেবে বলেও ডিভিশন বেঞ্চ তার নির্দেশে জানিয়েছে।
সারদা মামলায় আইনজীবী শুভাশিস চক্রবর্তী আদালতে তাঁর আবেদনে জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই, সেবি এবং ইডি মতো সংস্থা মামলার তদন্ত করছে। এই মামলায় রাজ্য যখন তদন্ত শুরু করেছিল সে সময় কিছু সম্পত্তি উদ্ধার হয়েছিল। তিনি আদালতে বলেন, আমানতকারীদের টাকা ফেরতের ব্যাপারে এখনও পর্যন্ত কোনও সংস্থা উদ্যোগ নেয়নি। এর পরই সোমবার আদালত এই নির্দেশ দিয়।
সারদা মামলায় আইনজীবী শুভাশিস চক্রবর্তী আদালতে তাঁর আবেদনে জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই, সেবি এবং ইডি মতো সংস্থা মামলার তদন্ত করছে। এই মামলায় রাজ্য যখন তদন্ত শুরু করেছিল সে সময় কিছু সম্পত্তি উদ্ধার হয়েছিল। তিনি আদালতে বলেন, আমানতকারীদের টাকা ফেরতের ব্যাপারে এখনও পর্যন্ত কোনও সংস্থা উদ্যোগ নেয়নি। এর পরই সোমবার আদালত এই নির্দেশ দিয়।