শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


মঙ্গলবার সকালে বেহালা চৌরাস্তার দিকে তীব্র গতিতে যাচ্ছিল ১২/সি/১রুটের একটি বাস। বেহালার নতুন পাড়ায় আচমকা একটি পুলকারে সজোরে ধাক্কা মারল সেটি। তারপর সেই পুলকারটিকে আবার ধাক্কা মারল একটি অ্যাপ ক্যাব গাড়ি এবং অটোকে। বেশ কয়েক জন জখম হয়েছেন এই দুর্ঘটনায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনায় পুলকারের মধ্যে থাকা তিনজন শিশু অক্ষত রয়েছে। পুলকারের চালক ও সহযোগী, অটো চালক ও তিনজন বাসযাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকেই চালক পলাতক।
স্থানীয়দের দাবি, একটি জনবহুল জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে। আরও বড় ক্ষয়ক্ষতি হতে পারতো। কোনও রকমে অল্পের উপর দিয়ে রক্ষা হয়েছে। রেষারেষি করতে গিয়েই এই দুর্ঘটনা কিনা, পুলিশ খতিয়ে দেখছে।

Skip to content