রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

ফের ফাটল-আতঙ্ক বৌবাজারে। প্রায় আড়াই বছর পর বৌবাজারের সেই দুর্গা পিতুরি লেনেই প্রায় ৮-১০টি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। বুধবার সন্ধে নাগাদ মেট্রোর কাজ চলাকালীন ঘটনাটি ঘটেছে বলে খবর। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িতে পড়ে এলাকায়। একাধিক পরবার ভয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। অনেকে হোটেলে আশ্রয় নেই। মাঝরাতে এলাকার অনেক বাসিন্দাকে দেখা যায় ব্যাগ হাতে রাস্তায় নেমে আসতে। বৃহস্পতিবার সকাল থেকেই এলাকাটিকে ঘিরে রেখেছ পুলিশ। মেট্রো রেলের কাজও বন্ধ রাখা হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে মেট্রোর আধিকারিক, স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে, চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান। যেহেতু মেট্রো রেলের কাজের জন্য ঘটনাটি ঘটেছে, তাই ক্ষতিগ্রস্তদের হোটেলে রাখার বন্দোবস্ত শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ।
অন্যদিকে, বাড়িতে ফাটল ধরা সত্ত্বেও বাসিন্দারা বাড়ি ছাড়তে চাইছেন না। তাঁদের রাজি করানোর চেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে। পুরো ঘটনায় মেট্রো রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে বাসিন্দাদের।

Skip to content