সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


২৪ অশ্বিনী দত্ত রোডে ‘শরৎচন্দ্রের বাসভবন’-এ গত রবিবার ২৬ নভেম্বর সন্ধ্যায় বসেছিল ‘বিকেল বাসর কলকাতা’র শারদ উৎসব। এদিন ছিল এই সংস্থার জন্মদিনও বটে। সংস্থার সভাপতি বিশিষ্ট কবি বটকৃষ্ণদে অনুষ্ঠানে পৌরোহিত্য করলেন।
এদিন বিকেল বাসর-এর বার্ষিক সংখ্যা প্রকাশিত হয়। সংস্থার সদস্যরা গানে, কবিতায় স্মৃতিচারণে জমিয়ে রাখলেন সারাটা সন্ধ্যা। অমিত চক্রবর্তী, প্রবণ পালন চট্টোপাধ্যায়, বেনু বিনোদ শাহ, হিমাদ্রি বন্দ্যোপাধ্যায়, বন্যা গুপ্ত, মুকুল ভট্টাচার্য, পিয়া গুহ, ড. অঞ্জনকুমার চট্টোপাধ্যায় এঁরা কবিতা পাঠ করলেন।
আরও পড়ুন:

স্বয়ং শিক্ষিত জ্যোতির্বিদ রাধাগোবিন্দ চন্দ্র প্রতিদিন হ্যালির ধূমকেতু দেখতেন আর খুঁটিনাটি লিখে রাখতেন

কলকাতার পথ-হেঁশেল, পর্ব-১৬: মোমো চিত্তে!

অতিথি শিল্পী সৌম্য ভাদুড়ী অনবদ্য তিনটি রবীন্দ্র সংগীত করলেন। মেখলা সেনের কবিতা দুটি হচ্ছিল আকর্ষণীয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন বিশিষ্ট অধ্যাপক ও চলচ্চিত্রাভিনেতা ড. শঙ্কর ঘোষ। তিনি পরিচালক ‘অসিত সেনের জন্ম শতবর্ষ’ নিয়ে কথায় ও গানে আসর জমিয়ে দিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিকেল বাসর-এর সম্পাদক লেখক সুব্রত দে।

Skip to content