রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


কলকাতা পুলিশ আরও দু’জনকে গ্রেফতার করল ভবানীপুর হত্যাকাণ্ডে। ধৃতদের নাম সন্তোষ কুমার পতি এবং বিশাল অরোরা। জানা গিয়েছে, বিশাল অরোরা হাওড়ার লিলুয়া এলাকার বাসিন্দা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আর্থিক লেনদেন নিয়ে ঝামেলার জেরেই দম্পতি খুন হয়েছেন। পাশাপাশি ধৃতদের নাম সন্তোষ কুমার পতি এবং বিশাল অরোরা শাহ দম্পতিকে খুনের সময় ঘটনাস্থলে ছিলেন বলে পুলিশ ধারণা। ভবানীপুর হত্যাকাণ্ডে এই নিয়ে এখনও পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হল। যদিও এই হত্যাকাণ্ডের মূল চক্রী এখনও ফেরার।

Skip to content