ভবানীপুর হত্যাকাণ্ডে রহস্যের পর্দা ফাঁস হল তিন দিনের মধ্যে। কলকাতা পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। ধৃতরা মৃত দম্পতির পরিচিত। প্রথমে দু’জনকে গ্রফতার করা হয়েছিল। বুধবার টানা তাদের জেরায় এক অভিযুক্তের নাম জানা যায়। ওড়িষার বাসিন্দা সেই ব্যক্তিকেও গ্রেফতার কড়া হয়েছে। তদন্তের জন্য এক আত্মীয়কেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের সন্দেহ, আর্থিক লেনদন সংক্রান্ত ঝামেলার জেরেই হয়তো ভবানীপুরের শাহ দম্পতি খুন হয়েছেন। দম্পতিকে অভিযুক্তরা টাকার বিনিময়ে খুন করেছে বলে ধারণা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও মূল ষড়যন্ত্রকারীকে ধরা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, ছুরি মেরে খুন করা হয়েছে ব্যবসায়ী অশোক শাহকে। যদিও প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে, অশোক শাহর স্ত্রী রশ্মিতা শাহকে খুন করা হয়েছে গুলি করেই। সোমবার দুপুর দেড়টা নাগাদ পুরো ঘটনাটি ঘটেছে।