পরিবহণ দফতর দুর্গা পুজোর আগে শহরের দু’টি রুটে পুনরায় ট্রাম পরিষেবা শুরু করার পরিকল্পনা ঘোষণা করেছে। শনিবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রুট দুটি হল, রাজাবাজার-বিধাননগর এবং এসপ্ল্যানেড-খিদিরপুর। যেহেতু পুজোর আগে ট্রাম পরিষেবা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে, সেই জন্য প্রস্তুতি চলছে জোরকদমে বলে জানানো হয়েছে। এসপ্ল্যানেড-খিদিরপুর এবং রাজাবাজার-বিধাননগর রুট দুটি মেরামতের জন্য খরচ হবে যথাক্রমে এক কোটি ৩০ লক্ষ টাকা এবং ৭৫ লক্ষ টাকা। এ প্রসঙ্গে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম-এর কথায়, ট্রাম কলকাতার অন্যতম ঐতিহ্য। তাকে বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। তাই পুজোর আগেই খিদিরপুর-এসপ্ল্যানেড এবং বিধাননগর-রাজাবাজার রুট দু’টিতে পুনরায় চালু করা হবে।