ছবি প্রতীকী
এবার পুজোতে আবার ফিরে আসছে ‘উৎসব অ্যাতপ’। দুর্গা পুজো মানেই খুশির আমেজ। বাঙালির সাংস্কৃতিক, ধর্মীয় এবং সামাজিক, সমস্ত দিকের সঙ্গে শারদোৎসব ওতপ্রোতভাবে জড়িয়ে। পুজোয় নতুন পোশাক কেনা থেকে শুরু করে পঞ্চমী শুরু হতে না হতেই মণ্ডপে দেবী দর্শনের ভিড়, এ যেন এক চেনা ছবি। কিন্তু কোন পুজো মণ্ডপসজ্জা সেরা, কোন প্রতিমাই বা নজর কাড়ছে, কোন রাস্তা দিয়ে গেলে ভীড় কম হবে, কোথা দিয়ে প্রবেশ করে কোন জায়গা দিয়ে বের হবেন, তা জানিয়ে দেবে ‘উৎসব অ্যায়প’।
নিজের মোবাইলেই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে ‘উৎসব অ্যােপ’। ডাউনলোডের পর লগ ইন করতে হবে৷ তারপর নির্ধারণ করতে হবে কোন ঠাকুর বা মণ্ডপ আপনি দেখতে চান৷ ব্যাস, গন্তব্য কী করে পৌঁছবেন তা তা তৎক্ষণাৎ ভেসে উঠবে মোবাইলের স্ক্রিনে। এই অ্যানপটিতে থাকছে ‘ক্রাউড সার্কুলেশন’ পরিকল্পনা। তাই মণ্ডপে যেতে কতক্ষণ সময় লাগবে বা বিশেষ পুজোর কাছাকাছি অন্যদ কোন মণ্ডপ রয়েছে কি না, এক মণ্ডপ থেকে অন্যষ মণ্ডপে কোন রাস্তা দিয়ে সহজে পৌঁছনো যাবে, কাছাকাছি কোথায় কী রেস্তোরাঁ আছে সব দেখতে পেয়ে যাবেন এই অ্যাপের সাহায্যে৷ তার জন্য বেসরকারি সহায়তাও নিচ্ছে লালবাজার।
নিজের মোবাইলেই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে ‘উৎসব অ্যােপ’। ডাউনলোডের পর লগ ইন করতে হবে৷ তারপর নির্ধারণ করতে হবে কোন ঠাকুর বা মণ্ডপ আপনি দেখতে চান৷ ব্যাস, গন্তব্য কী করে পৌঁছবেন তা তা তৎক্ষণাৎ ভেসে উঠবে মোবাইলের স্ক্রিনে। এই অ্যানপটিতে থাকছে ‘ক্রাউড সার্কুলেশন’ পরিকল্পনা। তাই মণ্ডপে যেতে কতক্ষণ সময় লাগবে বা বিশেষ পুজোর কাছাকাছি অন্যদ কোন মণ্ডপ রয়েছে কি না, এক মণ্ডপ থেকে অন্যষ মণ্ডপে কোন রাস্তা দিয়ে সহজে পৌঁছনো যাবে, কাছাকাছি কোথায় কী রেস্তোরাঁ আছে সব দেখতে পেয়ে যাবেন এই অ্যাপের সাহায্যে৷ তার জন্য বেসরকারি সহায়তাও নিচ্ছে লালবাজার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ বছর করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তাই বিগত বছরগুলির থেকে এই বছর রাস্তায় দর্শনার্থীদের ভিড় হবে অনেকটাই বেশি। সেই কারণেই পুলিশ এবার পুজোর আগেই চালু করছে এই অ্যাপ। লালবাজার জানিয়েছে, যাঁরা পূজো মণ্ডপে যেতে পারবে না তাঁদের জন্যও রয়েছে সুখবর। এই অ্যা পের মাধ্যামে শহরের ৬০টি নামী ও বড় পুজো মণ্ডপ বেছে নিয়ে মণ্ডপসজ্জার ৩৬০ ডিগ্রি ছবি তুলে ধরা হবে।
আরও পড়ুন:
কেউ ঠান্ডায় জব্দ, কেউ গরমে, কোন ব্যথায় কোন ধরনের সেঁক কাজে লাগে?
উৎসব-মুখর মথুরা: জন্মাষ্টমী উপলক্ষে ব্রজভূমি দর্শন /২
সূত্রের খবর, পুজো উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে কোনও নেটমাধ্যমে অ্যাুপে সরাসরি মণ্ডপের ‘লাইভ ফিড’ দেখানো হতে পারে। অথাৎ সন্ধি পুজো থেকে অষ্টমীর অঞ্জলি, নবমীর আরতি সবই দেখানো হবে। এ ছাড়া এই অ্যাপের সাহায্যে ভোট দিয়ে সাধারণ মানুষই নির্বাচন করতে পারবেন সেরা প্রতিমা, আলোকসজ্জা, মণ্ডপসজ্জা৷ এছাড়াও পুলিশ জানিয়েছে, দর্শনার্থীদের সুবিধার জন্যখ অ্যাসপে লালবাজারের কন্ট্রোল রুম, ট্রাফিক কন্ট্রোল রুম, মিসিং পার্সনস স্কোয়াডের নম্বরও দেওয়া থাকবে।