শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

বিকেল সাড়ে পাঁচটা নাগাদ রবীন্দ্র সরোবরে রোয়িং করার সময় দুই কিশোরের কালবৈশাখীর কবলে পড়ে মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, বিকেল সওয়া পাঁচটা নাগাদ ঝড়ের মধ্যে নৌকয় সওয়ার পাঁচ কিশোর নৌকার নিয়ন্ত্রণ হারান। তিন জন সাঁতরে পাড়ে আসতে পেরেছিলেন। বাকি দু’জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে দু’জনের দেহ উদ্ধার করে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল সাড়ে তিন ঘণ্টার নিরন্তর প্রচেষ্টায়। ১৪ বছরের পুষ্পেন সাধুখাঁ নামে এক কিশোরকে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। অন্য কিশোর সৌরদীপ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত সৌরদীপ দক্ষিণ কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের দশম শ্রেণির ছাত্র। রাজা বসন্ত রায় রোডে তিনি থাকতেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্র সরোবরের প্রায় ২০ ফুট গভীরে দুর্ঘটনাটি ঘটেছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং নগরপাল বিনীত গোয়েল খবর পেয়ে সরোবরে পৌঁছন। পুষ্পেন, সৌরদীপদের রবিবার রোয়িং প্রতিযোগিতায় অংশগ্রহণের কথা ছিল। তাই তাঁরা শনিবার বিকেলে অনুশীলন করছিল বলে জানা গিয়েছে।

ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

Skip to content