শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


অভিনেত্রী পল্লবীর দে-র অস্বাভাবিক মৃত্যুর রেশ কাটতেই না কাটতে ফের রহস্যমৃত্যু! এবার বুধবার ঘর থেকে উদ্ধার করা হল অভিনেত্রী বিদিশা দে মজুমদারের ঝুলন্ত দেহ। অভিনেত্রী মাস দেড়েক আগে রামগড় কলোনি এলাকায় ভাড়া এসেছিলেন। বাবা মাকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকতেন অভিনেত্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাগেরবাজারের রামগড় কলোনির বাড়ি থেকে বিদিশার দেহ গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভিতর থেকে ঘরের দরজা বন্ধ ছিল। দেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। নাগেরবাজার থানার পুলিশ ২১ বছর বয়সি মডেল-অভিনেত্রী বিদিশার মৃ্ত্যুর কারণ তদন্ত করে দেখছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য সাগর দত্ত মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিদিশা আত্মঘাতী হয়েছেন। পুলিশ অভিনেত্রীর পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে এ বিষয়ে কথা বলছে। এই ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গত ১৫ মে অভিনেত্রী পল্লবী দে-র ঝুলন্ত দেহ গরফার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। ওই ঘটনার রহস্যভেদ হতে না হতেই শহরে ফের এক রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। পল্লবী দে-র অস্বাভাবিক মৃত্যুর পর মডেল-অভিনেত্রী বিদিশা ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘মানে কী এ সব। মেনে নিতে পারলাম না’। সেই বিদিশার ঝুলন্ত দেহ উদ্ধার করা হল পল্লবীর মৃত্যুর ঠিক ১০ দিনের মধ্যে নাগেরবাজারের ফ্ল্যাট থেকে। নিয়মিত মডেলিংয়ের পাশাপাশি বিদিশা ‘ভাঁড়: The Clown’ নামে এক ছবিতে অভিনয় করেছিলেন।

ছবি: ফেসবুক

Skip to content