শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


উদ্ধার হওয়া ক্যাপস্যুল।

অন্য কোনও জায়গায় নয়, একদম পাকস্থলীতে ৪৪টি মাদক ক্যাপসুল পুরে ভারতে হাজির এক ব্রাজিলীয় যুবক। কলকাতা বিমানবন্দরে নামার পর হঠাৎ করে তীব্র পেটে ব্যথা শুরু হলে ওই যুবককে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। এসএসকেএম-এ তাঁর চিকিৎসার পর ওই বিদেশির মল থেকে ৪৪টি মাদক ক্যাপসুল উদ্ধার করা হয়। প্রতিটি ক্যাপসুলের ওজন ১২ থেকে ১৪ গ্রামের মধ্যে। পুলিশ ৪৪টি মাদক ক্যাপসুলের ভিতর থেকে মোট ৪৯৭ গ্রাম কোকেন উদ্ধার করে।
পাওলো সিজার পিনহেরিও বাস্তোস নামে ওই যুবক ব্রাজিল থেকে দুবাই হয়ে কলকাতা বিমানবন্দরে নামেন গত ১২ অগস্ট। নারকোটিক কন্ট্রোল ব্যুরো ৩১ বছরের এই ব্রাজিলীয় যুবককে বিমানবন্দর থেকেই গ্রেফতার করেছে। নারকোটিক কন্ট্রোল ব্যুরোর প্রাথমিক ভাবে সন্দেহ করেছিল ছিল ওই যুবক ক্যাপসুলগুলি গিলে ফেলেছেন। পাওলোর হঠাৎ করে প্রচণ্ড পেটে ব্যথা শুরু হলে প্রথমে কলকাতা বিমানবন্দরের কাছাকাছি একটি বেসরকারি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে পরিস্থিতির গুরুত্ব বুঝে তাঁকে এসএসকেএমে নিয়ে আসা হয়। এসএসকেএম-এর চিকিৎসকরাই পাওলোর শরীর থেকে মাদক ক্যাপসুল উদ্ধার করেন।
সূত্রের খবর, পাওলোকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। আজ শুক্রবার তাঁকে বারাসতের আদালতে পেশ করা হয়েছিল। মাদক নিয়ন্ত্রক সংস্থা এই ঘটনায় বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানিয়েছে কলকাতা বিমানবন্দরের কাছে ওই বেসরকারি ওই হাসপাতাল এবং এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের। তারা জানিয়েছে, এই মামলায় চিকিৎসকদের সাহায্য ছাড়া নারকোটিক কন্ট্রোল ব্যুরোর পক্ষে বেশিদূর এগনো সম্ভব হতো না।
মাদক নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ওই বেসরকারি হাসপাতালের এক্স-রে রিপোর্টে চিকিৎসকরা দেখেন পাওলোর শরীরের ভিতর একাধিক ক্যাপসুল রয়েছে। এর পর অবস্থার গুরুত্ব বুঝে তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মাদক নিয়ন্ত্রক সংস্থা এও জানিয়েছে, ব্রাজিলীয় যুবক পাওলো আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন। পাশাপাশি তাঁরা নিশ্চিত, উদ্ধার হওয়া কোকেন ভারতের ক্রেতাদের জন্যই আনা হয়েছিল। নারকোটিক কন্ট্রোল ব্যুরো পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

Skip to content