সোমবার ২০ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

২১ জুলাই উপলক্ষে ধর্মতলায় লক্ষাধিক মানুষের জমায়েত হবে তৃণমূলের শহিদ সমাবেশে। বৃহস্পতিবার বেলা ১২টায় আনুষ্ঠানিক ভাবে সভা শুরুর কথা থাকলেও ধর্মতলা ও সংলগ্ন এলাকায় ভোর থেকেই মানুষের ভিড় লক্ষ্য করা যাবে। তাই মেট্রোর কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে অতিরিক্ত শতাধিক রেলরক্ষী (আরপিএফ)-কে মোতায়েন করছেন।
তৃণমূলের শহিদ সমাবেশের ভিড়ে যাতে সাধারণ যাত্রীরা সমস্যায় না পড়েন, সেই দিকে খেয়াল রেখে নোয়াপাড়া, বেলগাছিয়া, সেন্ট্রাল, কালীঘাট ও মহানায়ক উত্তমকুমার স্টেশনে ১০৭ জন অতিরিক্ত রেলরক্ষীকে মোতায়েন রাখা হচ্ছে যাঁরা ভিড় নিয়ন্ত্রণ করবেন। এছাড়া কুইক রেসপন্স টিম ও বিপর্যয় মোকাবিলা দলও থাকবেন। চলন্ত ট্রেনে নজরদারি করবেন মহিলা রেলরক্ষীরা। সঙ্গে থাকবে স্নিফার ডগও। মেট্রো সূত্রে জানানো হয়েছে বিভিন্ন মেট্রো স্টেশনে অতিরিক্ত টিকিট কাউন্টারও খোলা হবে বাড়তি ভিড় সামলাতে।

Skip to content