শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


পরীক্ষা দিয়ে বেশ ক্লান্ত। খিদেও পেয়েছে বেশ। বাইরে কোথাও যাওয়ারও ইচ্ছে নেই। তবে উপায়? আহা, সুরুচি আছে যে!

ব্যস; গন্তব্য আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ‘ঝিলপাড়ের’ উদ্দ্যেশে।
বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেট দিয়ে ঢুকে সোজা নাক বরাবর চলে গেলেই দেখতে পাবেন এই ছোট ওপেন ক্যানটিন। বাইরে বেশ কয়েকটা চেয়ার আর টেবিল পাতা আছে। পাশেই যাদপুরের বিশাল খেলার মাঠ, আর দু-পা দূরেই ঝিলপাড়।
আরও পড়ুন:

কলকাতার পথ-হেঁশেল, পর্ব-১৭: তেজস্ক্রিয় স্যান্ডউইচ

এই দেশ এই মাটি, অসমের আলো-অন্ধকার, পর্ব-২: ইতিহাসে অসম

এ বার খাওয়ার পালা। আমাদের অল টাইম ফেভারিট পরোটা, ডাল মাখানি আর আলুর দম। এছাড়াও রুটি, পোলাও, ডাল, ভাত, মাছের ঝোল, চিকেন কারি, তরকারি পাওয়া যায় সুরুচিতে। ভাজা-ভুজির মধ্যে রয়েছে চিকেন পকোড়া, চিকেন ললিপপ, ফিশ ফ্রাই, চিকেন হটডগ, ক্রিম রোল, কেক, বিস্কুট আর রকমারি আইস-ক্রিম। এগ রোল, চিকেন রোল, চাউমিনও পাওয়া যায়। পানীয়ের মধ্যে রয়েছে চা আর কফির ব্যবস্থা। পাওয়া যায় কোল্ড-ড্রিঙ্ক, এনার্জি ড্রিঙ্ক, কোল্ড কফি আর গেটরেড। বুঝতেই পারছেন তাহলে তালিকার কোনও শেষ নেই।
আরও পড়ুন:

দশভুজা, শক্তিরূপেন সংস্থিতা, পর্ব-২: একলা চলো রে…

উত্তম কথাচিত্র, পর্ব-৫৫: সুর হারানো হারানো সুর

সুরুচিতে খেতে আসার আসল উদ্দ্যেশ অবশ্য খাওয়ার থেকে বেশি পরিবেশকে অনুভব করার জন্যে। মিঠে রোদে বসে পোলাও মাংস খেতে খেতে আড্ডা দেওয়া, গিটার বাজিয়ে গান গাওয়া, বা ঝিলপাড়ে বসে হাওয়া খাওয়া—এরম রকমারি অভিজ্ঞতা আর কোথায় পাবেন!
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-২৪: শ্যামপুকুরে ঠাকুর

বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-৭: ফুটবলের শিল্পী: বিশ্বের দশজনের একজন

পদগুলির দাম আকাশছোঁয়া নয় একদমই। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কথা মাথায় রেখেই দাম রাখা হয়েছে। ও হ্যাঁ! অনলাইন পেমেন্টের ব্যবস্থাও রয়েছে।

সকাল দশটা থেকে সাড়ে সাতটা অবধি খোলা থাকে সুরুচি। বিকেলবেলার আড্ডা হোক বা সন্ধেবেলার ক্লাসের পরে স্নাক্স সাঁটানো—সুরুচি ছিল, আছে, থাকবে।
* কলকাতার পথ-হেঁশেল (kolkata-street-foods): শ্রুতিদীপ মজুমদার, (Shrutideep Majumder) ভোজনরসিক।

Skip to content