শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


উৎসবের মরশুমে প্রায় অনেকেই নানা জায়গায় বেড়াতে যাচ্ছেন। কারও পছন্দ জঙ্গল, কারও পাহাড়। আবার কেউ বা সমুদ্রপাড়ে ছুটে যাচ্ছেন ছুটি কাটাতে। আপনিও কি পরিবারের সঙ্গে এমন কোনও ট্রিপের পরিকল্পনা করছেন? যেখানেই যান আর যতই বিলাসবহুল সফরই করুন না কেন, অপ্নি কি কখন ভেবেছেন যে আপনাকে টেক্কা দিতে পারেন ডেনিস টিটো! ৮২ বছরের এক অশীতিপর বৃদ্ধ তিনি। বিশ্বের প্রথম স্পেস টুরিস্ট। এবার সস্ত্রীক চাঁদে পাড়ি দিচ্ছেন টিটো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বয়সকে তুড়ি মেরে এমনই মোক্ষম পরিকল্পনা করে ফেলেছেন এই বৃদ্ধ।
২১ বছর আগে আন্তর্জাতিক স্পেস স্টেশনে ছোট্ট একটা ট্রিপ সেরেছিলেন টিটো। দুই দশক পেরিয়ে এসে এখন পা রেখেছেন আশির ঘরে। কিন্তু এই বয়সে পৌঁছেও চাঁদে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছেন বৃদ্ধ। তবে একা নন, সঙ্গে নিয়ে যাবেন স্ত্রী আকিকোকেও। মোট ১০ জন ওই সফরে থাকবেন।
আরও পড়ুন:

‘হেরাফেরি’, ‘ফির হেরাফেরি’ পর হাসাতে আসছে ‘হেরাফেরি ৩’? তিন নম্বর সিক্যুয়েলে এই অভিনেতাদের দেখা যাবে?

চোখে-মুখে অকালেই বার্ধক্যের ছাপ? আপনার ঘুমনোর ভুল পদ্ধতিও তার কারণ হতে পারে

শরীরচর্চা: একটুও শরীরচর্চার সময় পান না? জেনে নিন রাতে হাঁটার একাধিক উপকারিতা

২০২১ সালের আগস্টে এলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেসএক্সের সঙ্গে চুক্তি হয় টিটোর। যদিও সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে এসেছে। চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছরের মধ্যে যে কোনও সময়ে চাঁদের উদ্দেশে পাড়ি দেবেন টিটো। কিন্তু সর্বোচ্চ পাঁচ বছর পরে যদি সফর হয়, তখন তাঁর বয়স হবে ৮৭! এখনও পর্যন্ত পৃথিবীর কক্ষে সবথেকে বেশি বয়সে ৭৭ বছর বয়সে পৌঁছেছেন জন গ্লেন। টিটোর কথায়,”উনি তো ৭৭ বছর বয়সে গিয়েছিলেন। সেই হিসেবে বলা যায় উনি তো যুবক। আমি হয়তো ওঁর থেকে আরও ১০ বছর বেশি বয়সে চাঁদে যাব।”

Skip to content