বৃহস্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪


প্রখর তাপে পুড়ছে ইউরোপের কিছু অংশ। তীব্র দাবদাহে জন্য মৃত্যুর ঘটনাও ঘটেছে। কিছু জায়গায় দাবানল তৈরি হয়েছে। ফ্রান্সের দক্ষিণ ও পশ্চিমাংশে এবং স্পেনের সীমান্তবর্তী এলাকায় শনিবার থেকে দাবানল ছড়িয়ে পড়েছে। কয়েক হাজার মানুষ ঘরছাড়া। আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে প্রশাসনকে। দাবানলের জেরে ইউরোপের খতিগ্রস্ত এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বাড়তি নিরাপত্তার কথা মাথায় রেখে ফ্রান্সের গিরোন্দে এলাকা শনিবার ১২ হাজারের বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
সেখানকার স্থানীয় প্রশাসন জানিয়েছে, যে সব দাবানল ছড়িয়ে পড়েছে সেখানকার তাপমাত্রা গত কয়েক বছরের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে। অসহনীয় তাপমাত্রার জন্য গায়ে ফোস্কা পড়ে যাচ্ছে। সম্প্রতি তাপপ্রবাহের কারণে ওই সব এলাকায় প্রায় ৩৬০ জনের মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, ফ্রান্সের গিরোন্দে প্রায় ১০ হাজার হেক্টর বনভূমি জ্বলছে। শুধু ফ্রান্সের মধ্যে সীমাবদ্ধ নেই, দাবানল ছড়িয়ে পড়েছে পর্তুগাল ও স্পেনেও। আগুন নেভানোর কাজে প্রায় এক হাজার দমকল কর্মী যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন।
উদ্বিগ্ন প্রশাসনের আশঙ্কা, আগুন নিয়ন্ত্রণ না আনতে পারলে তা আরও একাধিক জায়গায় ছড়িয়ে পড়বে। এই মুহূর্তে বিধ্বংসী আগুনকে নিয়ন্ত্রণে আনাই বড় চ্যালেঞ্জ। এখন স্পেনের গড় তাপমাত্রা প্রায় ৪৫.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের মতে, এই তাপমাত্রা স্বাভাবিক থেকে অনেকটাই বেশি। ভ্রমণ প্রিয় মানুষের কাছে অত্যন্ত পছন্দের জায়গা মালগা প্রদেশেও দাবানল ছড়িয়ে পড়েছে। এই প্রদেশে প্রায় তিন হাজারের বেশি মানুষ প্রাণ বাঁচাতে ঘরছাড়া।

Skip to content