শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

এখন বেশ কোণঠাসা অবস্থা! শুধু সরকারি ভাবে সিলমোহরের অপেক্ষা ছিল। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ঘোষণা করে দিয়েছে, কোভিড অতিমারি আর ‘আপৎকালীন স্বাস্থ্য বিপর্যয়’ নয়। সেই সঙ্গে হু জানিয়েছে, কোভিড ১৯-এর অস্তিত্ব থাকবে। তবে তাতে ভয়াবহ কোনও কিছু ঘটার আর আশঙ্কা নেই।
এদিকে, কোভিডের উদ্ভব কোথায় এবং কী ভাবে হয়েছিল, সে বিষয়ে এখনও অবধি কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হয়নি। ২০২০ সাল থেকে ২০২৩ সালের প্রথম পর্যন্ত বেশ দাপট দেখিয়েছে করোনা ভাইরাস। এ বিষয়ে হু-এর পরিসংখ্যান অনুযায়ী, করোনাভাইরাস গত ৩ বছরে সারা বিশ্বে প্রায় ৭০ লক্ষ মানুষের প্রাণ কেড়েছে। স্বাস্থ্য সংস্থা (হু) ২০২০ সালের ৩০ জানুয়ারি কোভিডকে আপৎকালীন স্বাস্থ্য বিপর্যয় হিসেবে ঘোষণা করেছিল।
আরও পড়ুন:

মাঝেমধ্যেই কি মাইগ্রেনের ব্যথা কাবু করে দেয়? রাতে মিনিট দশেক সময় ব্যয় করলেই মিলবে সুফল

ওরাল সেক্সের অভ্যাস গলায় ক্যানসারের কারণ হতে পারে, কোন কোন উপসর্গে সাবধান হতেই হবে?

স্বাস্থ্য সংস্থা (হু) এর দাবি, কোভিডকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে মূলত টিকাকরণের জোরেই। হু-র পরিসংখ্যান বলছে, গত ২০২১ সালের জানুয়ারি মাসে বিশ্বে যেখানে প্রতিদিন ১ লক্ষ মানুষ করোনা ভাইরাসে মারা যেতেন, সেখানে চলতি বছরের ২৪ এপ্রিল মৃত্যু হয়েছে মাত্র ৩৫০০ জনের।

Skip to content